জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও বৃহস্পতির আলাদা মাহাত্ম্য রয়েছে। চন্দ্র আর গুরুর অবস্থানের ফলে সব রাশিতেই মোটামুটি প্রভাব পড়ে। তবে বর্তমানে বৃষ রাশিতে গুরু বিরাজমান রয়েছেন। কিছুদিন পর তিনি রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশ করবেন। সেখানে তিনি এক বছর ধরে থাকবেন। এরফলে সেই সময় কোনও না কোনও গ্রহের সঙ্গে গুরু যুতি তৈরি করবেন। জ্যোতিষ ভবিষ্যদ্বাণী বলছে, সেই সময় চন্দ্রের সঙ্গে গুরু যুতি তৈরি করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। চন্দ্র ও গুরুর যুতিতে তৈরি গজকেশরী যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কারা কারা লাভ পাবেন।
মিথুন
যাঁদের সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে, তাঁরা এই সময় সন্তান পেতে পারেন। সন্তানের থেকে কোনও সুখকর খবর পাবেন। শিক্ষা ক্ষেত্রে লাভ পেতে পারেন। শিক্ষা ক্ষেত্রে মনের মতো ফল পাবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। ব্যবসায় খুবই লাভ হবে। সমাজে মান সম্মান বাড়বে। বিভিন্ন মাধ্যম থেকে টাকা পেতে পারেন। স্বাস্থ্যও ভালো থাকবে।
( ‘শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন তা আমাদের পছন্দ নয়, এটা তাঁকে যেন জানানো হয়’, দিল্লিকে বার্তা ইউনুসদের)
সিংহ
এই রাশিতে গজকেশরী যোগের নির্মাণ একাদশ ভাবে হবে। এরফলে ধনলাভের সম্ভাবনা থাকবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। ধনলাভের বেশ কিছু রাস্তা তৈরি হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে বিপুল সাফল্য পেতে পারেন। হঠাৎ করে টাকা আসতে পারে হাতে। হঠাৎ করে ধন সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে। পৈতৃক সম্পত্তি থেকে এবার প্রাপ্তি যোগ বাড়তে পারে। পেতে পারেন গুপ্তধন, হতে পারে ইচ্ছা পূরণ।