জ্যোতিষশাস্ত্রে, একইসঙ্গে চন্দ্র ও সূর্যের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। আর তার সঙ্গে যদি বুধও একই জায়গায় থাকেন, তাহলে তার প্রভাবও অসামান্য হয়। এই তিন গ্রহ মিলিয়ে এবার ত্রিবেণী যোগ তৈরি হচ্ছে। আর সেই যোগ তৈরি হচ্ছে মৌনী অমাবস্যার দিনে। মৌনী অমাবস্যা ২০২৫ সালে তৈরি হওয়া দুর্লভ ত্রিবেণী যোগের জেরে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা। সূর্য, চন্দ্র, বুধের যোগে তৈরি ত্রিবেণী যোগে কারা কারা লাকি, দেখে নিন।
বৃষ
মৌনী অমাবস্যা বৃষ রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হয়। এই দিনে গঠিত ত্রিবেণী যোগের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। এর পাশাপাশি মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন। আর্থিক লাভেরও প্রবল সম্ভাবনা থাকবে।
( Republic Day Tableau: UPর মহাকুম্ভ থেকে MPর কুনোর চিতা, ট্যাবলোয় ঝাড়খণ্ডের কুর্নিশ রতন টাটাকে, বাংলা পেশ করল কী?)
কর্কট
মৌনী অমাবস্যায় যে আশ্চর্যজনক যোগ ঘটনা ঘটতে চলেছে। আর তা কর্কট রাশির জাতকদের জন্যও বিশেষ। এই রাশির জাতকরা নতুন কিছু কাজ শুরু করতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আয় বাড়াতে সক্ষম হবেন।
( Bangladesh Firing From Copter: বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলি চালনা! কাঠগড়ায় হাসিনা আমলের ব়্যাব)
কন্যা
সম্পত্তি থেকে লাভ হবে। চাকরিজীবীদের পদোন্নতির সিদ্ধান্ত হতে পারে। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। মৌনী অমাবস্যা কন্যা রাশির জন্যও খুব শুভ বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। ত্রিবেণী যোগের শুভ প্রভাবে অমীমাংসিত কাজ শেষ হবে। আর্থিক লাভ ও ব্যবসায় অগ্রগতির যথেষ্ট সুযোগ থাকবে। সম্পত্তি থেকে লাভ হবে।