জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের যেমন মাহাত্ম্য রয়েছে, তেমনই মাহাত্ম্য রয়েছে দেবগুরু বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের এই যুতি বিভিন্ন দিক থেকে লাভ দেবে। ১২ বছর বাদে আগামী কিছুদিন পরই চন্দ্র আর গুরু বৃহস্পতিবার যোগ দেখা যাচ্ছে। তারফলেই তৈরি হবে গজকেশরী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গজকেশরী যোগ তখনই তৈরি হবে, যখন গুরু আর চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে। গজকেশরী যোগে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কারা কারা লাকি হবেন।
মিথুন
আপনার কাজের গতি বাড়বে। কর্মক্ষেত্রে মিলবে সাফল্য। নতুন জ্ঞানপ্রাপ্তি হতে পারে এই সময়। সব ক্ষেত্রে আপনি লাভ পাবেন। এই সময় যে জ্ঞান প্রাপ্তি হবে, তা ভবিষ্যতে লাভ দেবে। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে। প্রেম জীবন আগের থেকে ভালো হবে। ধনবৃদ্ধি হতে পারে।
( Rahul Gandhi: সরানো হল খুনের চেষ্টার অভিযোগ, হাতাহাতি কাণ্ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের, কী কী ধারা লাগু?)
( ত্রিপুরায় ৬ বাংলাদেশি আটক হতেই বাংলার স্বরূপনগর-হাকিমপুর সীমান্ত নিয়ে বিস্ফোরক শুভেন্দু, ‘স্থানীয় তৃণমূল সুবিধা দেয়’)
কন্যা
সাফল্যের দিশা দেখতে পাবেন ২০২৫ সালের মে মাসের পর থেকে। কেরিয়ারে বিপুল লাভ হবে। মনের মতো কোনও চাকরি পেতে পারেন। কেউ কেউ চাইলে নিজের ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালো হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। আসন্ন সময় এঁদের জন্য ভালো।