বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ধন সম্পত্তির দাতা হলেন শুক্রদেব। তিনি একটি নিশ্চিত সময়ে পর পর নিজের অবস্থান পাল্টে ফেলেন। আসন্ন সময়ে রয়েছে শুক্রের উদয়। এদিকে, বৈভবের দাতা শুক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে মালব্য যোগের সম্পর্ক। উল্লেখ্য, জ্যোতিষমতে ৫ মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম হল মালব্য রাজযোগ। আসন্ন সময়ে রয়েছে শুক্রের উদয়। আর সেই শুক্রের উদয়ের ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। এই মালব্য রাজযোগে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন।
কুম্ভ
শুক্র গ্রহ আপনার রাশির ধনভাবে গোচর করছে। এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আয়ের নতুন নতুন সূত্র তৈরি হতে পারে। শেয়ার বাজারের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পেতে পারেন লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার কথায় অনেকে আকৃষ্ট হবেন। কোনও প্রকল্পে কাজ শুরু করতে পারেন। আপনার দূরদৃষ্টি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসা পাবে।
( Surya Mangal Pratiyuti: সূর্য, মঙ্গলের প্রতিযুতি যোগে জানুয়ারির মাঝামাঝি থেকেই সুখ বহু রাশির)
( Probe on PIA Ad:পিআইএর ‘প্যারিস উই আর কামিং’ বিজ্ঞাপন ফেরাল ৯/১১র স্মৃতি! 'কে বানিয়েছেন?' তদন্তের নির্দেশ শাহবাজ সরকারের)
ধনু
মালব্য রাজযোগ তৈরি হওয়া ধনু রাশির জাতক জাতিকাদের কাছে বড় বিষয়। আপনার সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। এই সময় গাড়ি, বাড়ি কিনতে পারেন। ব্যবসায় হতে পারে বিস্তার। নতুন কোনও অংশীদারি হতে পারে। সরকারি কাজে পাবেন সাফল্য। রিয়েল এস্টেট প্রপার্টির সঙ্গে জড়িতরা এই সময় পাবেন লাভ। আপনার মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।