মৌনী অমাবস্যা ২০২৫ সালের তিথি শুরু হয়ে গিয়েছে। এদিকে, বাংলা জুড়ে এই ২৮ জানুয়ারি পালিত হচ্ছে রটন্তী কালীপুজো। চতুর্দশী তিথিতে এই কালীপুজো হয়। এদিকে, আবার পড়ে গিয়েছে অমাবস্যাও। এই অমাবস্যায় মহাকুম্ভের পূণ্যস্নান ঘিরেও প্রয়াগরাজে জনসমাগম বাড়ছে। আগে দেখে নেওয়া যাক, ২০২৫ সালের মৌনী অমাবস্যা কতক্ষণ পর্যন্ত থাকবে। একই সঙ্গে দেখা যাক, অমাবস্যায় লাকি রাশির তালিকা।
মৌনী অমাবস্যা ২০২৫:-
২৮ জানুয়ারি, ২০২৫ সালে সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট থেকে শুরু হচ্ছে মৌনী অমাবস্যার সময়কাল। আর তিথি শেষ হবে ২৯ জানুয়ারি। ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে শেষ হবে এই তিথি।
ব্রহ্ম মুহূর্তে, অমৃতকালের সময়:-
২০২৫ সালের মৌনী অমাবস্যার দিন স্নানের বিভিন্ন পূণ্য সময়কাল রয়েছে। ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ২৯ জানুয়ারি ২০২৫ সালের বোর ০৫. ০৭ মিনিট থেকে। আর এই তিথি শেষ হচ্ছে ভোর ৫ টা ৫৬ মিনিটে। মৌনী অমাবস্যা প্রাতঃ সন্ধ্যা স্নানের সময়কাল ভোর ৫ টা ৩১ মিনিট থেকে শুরু হচ্ছে তা শেষ হবে ৬ টা ৪৬ মিনিটে। মৌনী অমাবস্যার অমৃতকালের স্নান সকাল ৮ টা ৩২ মিনিট থেকে ৯ টা ৫৩ মিনিট পর্যন্ত।
( লাওসের সাইবার স্ক্যাম সেন্টার থেকে ৬৭ ভারতীয় উদ্ধার, প্রতারণার ফাঁদে ফেলে কীভাবে কাজ করানো হত?)