রাজ্যে বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করতে অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ। জঙ্গিদের সন্ধানে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। আর তদন্তে নেমে এবার আনসারউল্লাহ বাংলা টিমের ধৃত সদস্য শাদ রাদির পিসতুতো ভাইকে গ্রেফতার করল পুলিশ। যার স্ত্রী আবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। রবিবার রাতে মুর্শিদাবাদের নওদায় তল্লাশি চালিয়ে শাদ রাদির পিসতুতোভাই ২ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতদের সঙ্গে জঙ্গিদের কী প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে মুর্শিদাবাদের নওদায় শাদ রাদির পিসতুতো ভাই সজিবউল ইসলামের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর পর সজিবউলের বন্ধু মুস্তাকিম শেখের বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। এর পর ২ জনকে আটক করে নিয়ে যান। পরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ন্যয় সংহিতার ১১৩ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত সজিবউল ইসলামের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলি সদস্য। ধৃতদের সঙ্গে অন্য জঙ্গিদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। জঙ্গিদের টাকার জোগান দিত ধৃতরা। দুবাই থেকে বাংলাদেশ হয়ে তাদের কাছে পৌঁছত টাকা। ধৃত সজিবউলের স্ত্রী স্থানীয় তৃণমূল নেত্রী বলে পরিচিত। অভিযোগ, পিসতুতো দাদার সাহায্যেই ভারতে ঘাঁটি গেড়েছে শাদ রাদি।চলতি মাসেই কেরল থেকে শাদ রাদিকে গ্রেফতার করে অসম পুলিশের STF. তদন্তে উঠে এসেছে, বাংলাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সে। ভারতে ইসলামি চরমপন্থা ও নাশকতা ছড়ানোর চক্রান্ত করছিল এই জঙ্গি। খারিজি মাদ্রাসা খুলে কিশোর কিশোরীদের মগজ ধোলাই চলছিল রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। এমনকী বোরখার দোকানে মহিলাদেরও ইসলামি চরমপন্থায় দীক্ষিত করা হত।