মায়াপুরের পুকুর থেকে উদ্ধার হল এক বিদেশিনী ও স্থানীয় যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে, দু’জনই ইসকনের ভক্ত ছিলেন। মৃত বিদেশিনীর বয়স ৩৫। নাম লীলা অবতার দাস। মৃত স্থানীয় যুবকের বয়স মাত্র ২১। তাঁর নাম বিশ্বরূপ দাস। জানা গিয়েছে মৃত লীলা দাস থাকতে মায়াপুরেরই গঙ্গানগর এলাকায়। বিশ্বরূপ থাকতেন গৌরনর এলাকায়। পুলিশের প্রাথমিক ধারনা, দুই জনই জলে ডুবে মারা গিয়েছেন।মনে করা হচ্ছে, দু’জনের কোনও একজন হয়ত প্রথমে জলে ডুবে যাচ্ছিলেন। তা দেখে অপরজন বাঁচাতে আসেন। তবে তিনিও জলে ডুবে মারা যান। স্থানীয় লোকেদের নজরে বিষয়টি এলে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মায়াপুর ফাঁড়ির পুলিশ। অনেক রাতে শেষ পর্যন্ত উদ্ধার হয় দুই জনের দেহ। এদিকে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশ জানিয়েছে, দুই জনকেই জল থেকে উদ্ধার করে তা মায়াপুক গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। পরে বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দুই জনেরই দেহ ময়না তদন্তের জন্য নবদ্বীপ থানায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।