উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ উড়ালপুল হল সোদপুর ব্রিজ। প্রতিদিন এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। তবে বর্তমানে এই উড়ালপুলের অবস্থা খুবই খারাপ। কারণ উড়ালপুলের উপর দিয়ে একটু বড় বাড়ি গেলেই পুরো ব্রিজটি প্রায় কাঁপতে থাকে। সে ক্ষেত্রে যেকোনও সময় বড়সড় বিপদ ঘটতে পারে। কিন্তু, সেই আশঙ্কার মধ্যেও ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে অসংখ্য গাড়ি। এই অবস্থায় উড়ালপুলটি সংস্কার করতে চাইছে পূর্ত দফতর। ইতিমধ্যে এ বিষয়ে জেলাশাসককে চিঠি দিয়েছে পূর্ত দফতর।
আরও পড়ুন: মা উড়ালপুলে শুরু হল মেরামতির কাজ, কখন বন্ধ থাকবে যান চলাচল?
জানা গিয়েছে, উড়ালপুলের অবস্থা খারাপ হওয়ায় ইতিমধ্যেই তার উপর দিয়ে ১০ টনের বেশি ভারি গাড়ি যাওয়া নিষিদ্ধ রয়েছে। পূর্ত দফতর রাইটসকে দিয়ে এই উড়ালপুল সংস্কার করতে বলেছে। উত্তর ২৪ পরগনার জেলা শাসককে চিঠি দিয়ে ৪৫ দিনের জন্য উড়ালপুল বন্ধ রেখে সংস্কারের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, মাত্র তিন বছর আগে সোদপুর উড়ালপুলের সংস্কার হয়েছিল। কিন্তু, তা সত্ত্বে কেন উড়ালপুলের এই অবস্থা তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খরব, উড়ালপুলটিতে মোট ১৮৩ টি বিয়ারিং রয়েছে। কিন্তু, ২০২১ সালে যখন উড়ালপুলটি সংস্কার করা হয়েছিল তখন কোনও বিয়ারিং পরিবর্তনের প্রয়োজন পড়েনি। তবে রাইটস সমীক্ষা করে জানতে পেরেছে যে উড়ালপুলের সবকটি বিয়ারিং পরিবর্তন করার প্রয়োজন। তাই সেই সুপারিশ মেনে সবকটি বিয়ারিং পরিবর্তন করতে চায় পূর্ত দফতর।