পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসায় গৃহবধূর ওপর অ্যাসিড হামলার সুপারি দিয়েছিলেন প্রেমিক। অবশেষে সেই প্রেমিকসহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা বসিরহাট থানা এলাকার চাঁপাপুকুর এলাকায়। অ্যাসিডে গুরুতর দগ্ধ হয়ে কলকাতায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।জানা গিয়েছে বসিরহাট শহররের ফাল্গুনী সিনেমা হল লাগোয়া এলাকায় থাকেন আক্রন্ত বধূ। হিজবুল গাজি নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। যদিও হিজবুলের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে তাঁর কাছ থেকে বহু টাকা হাতিয়ে নিয়েছেন বধূ।গত ১৩ জানুয়ারি মর্নিং ওয়াকে বেরোলে বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় বধূকে ঘিরে ধরে ৪ দুষ্কৃতী। এর পর বধূর মুখে অ্যাসিড ছোড়ে তারা। অ্যাসিডে গুরুতর দগ্ধ হন বধূ। সঙ্গে সঙ্গে তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই ঘটনায় হিজবুল গাজির বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বধূর স্বামী রফিকুল মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে হিজবুল গাজিসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ওদিকে অ্যাসিড হামলায় তার যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল।