পঞ্চায়েত ভোটের আগে সময় থাকতে থাকতে দ্রুত বকেয়া কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে জোরকদমে কাজে নেমে পড়ার কথা। কিন্তু তার ঠিক উল্টো চিত্র ধরা পড়ল আলিপুরদুয়ারের বনচুকামারী গ্রাম পঞ্চায়েতে। সেখানে দুমাসের জন্য ছুটিতে চলে গেলেন পঞ্চায়েত প্রধান। স্বভাবতই বিষয়টি নিয়ে তৃণমূলের মধ্যে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, আগামী ১০ জুলাই বনচুকামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান পায়েল সাহা উপপ্রধান গুলশান মণ্ডলকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছুটিতে চলে যাবেন। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, ‘পঞ্চায়েত প্রধান মেডিক্যাল লিভের জন্য আবেদন জানিয়েছিলেন। সেই মতোই তিনি দুই মাসের ছুটি নিচ্ছেন।’ এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনিও একই কথাই জানান। সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করা হয়, এই ছুটি নেওয়ার পিছনে কী কোনও চাপ ছিল? সেই প্রশ্নের উত্তরে পঞ্চায়েত প্রধান জানান, ‘এই বিষয়ে যা বলার পরে বলবেন।’ প্রধানের এই উত্তর থেকেই স্পষ্ট, তাঁর এই ছুটি নেওয়ার পিছনে অন্য কোনও কারণ থাকলেও থাকতে পারে।