তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে ফের রক্তাক্ত হল বাসন্তী বলে অভিযোগ। এখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। বাড়ি থেকে বাজারে গিয়েছিলেন ওই ব্যক্তি। বাজার থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তাঁর। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠীর দিকে। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়।
ঠিক কী ঘটেছে বাসন্তীতে? স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাসন্তীর ভরতগড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন আমেদাবাদের বাসিন্দা জানে আলম গাজী। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপর গুলিবিদ্ধ জানে আলমকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দু’পক্ষের সংঘর্ষে যুব তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর মিলেছে।
কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম জানে আলম গাজী (৩৫)। বাজার থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। আর জানে আলমকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। তার মধ্যে একটি গুলি তাঁর বুকে লাগে। দুষ্কৃতীরা চম্পট দিলে তাঁকে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় জানে আলমের। জানে আলম স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত।