বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Silda EFR Camp Attack Flashback: কী হয়েছিল ২০১০ সালে? ফিরে দেখা শিলদার EFR ক্য়াম্পে মাও হামলা, রইল ছবি
দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গিয়েছে। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। শিলদার ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদী জঙ্গিরা। নিহত হয়েছিলেন ২৪জন ইএফআর জওয়ান। প্রতিবছর এই ১৫ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসাবে পালন করা হয়।
ঠিক কী হয়েছিল সেদিন?
অত্যন্ত পরিকল্পিত হামলা হয়েছিল সেদিন। একেবারে হাড়হিম করা। সেদিন দুপুর নাগাদ টহলদারি সেরে কিছুটা ক্লান্ত হয়েই ক্য়াম্পে ফিরেছিলেন জওয়ানরা। আর সেই সময়টাকেই বেছে নিয়েছিল মাওবাদীরা। সেই মাওবাদীদের দাপট জঙ্গলমহল জুড়ে। জঙ্গলে তাদের ডেরা। আচমকাই সেই ক্যাম্পে এসেছিল নাচনি সেজে কয়েকজন। খবর এমনটাই। সবজি বিক্রি করার নাম করে এসেছিল তারা। আসলে তারা ছিল মাওদের মহিলা স্কোয়াডের এজেন্ট। তারা এসেছিল ক্যাম্পে প্রবেশের ও বেরিয়ে যাওয়ার রাস্তা দেখতে। ক্যাম্পে রেইকি করেছিল তারা।