যাদবপুরে শিক্ষাবন্ধু সমিতির অফিসে হামলার অভিযোগে গ্রেফতার এক ছাত্র। ধৃতের নাম সৌপ্তিক চন্দ। তিনি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরই তুমুল বিক্ষোভ শুরু হয় ছাত্রছাত্রীদের। বিভিন্ন বাম সংগঠনের আওতায় থাকা ছাত্রছাত্রীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। এর জেরে যাদবপুরের একাংশে রাস্তায় যানজট তৈরি হয়েছে।
এদিকে আগে এই মামলাতে জামিন পেয়েছিলেন ২জন। তবে এবার অন্য মামলায় অর্থাৎ আজাদ কাশ্মীর পোস্টার মামলায় এবার জামিন পাওয়া এক ছাত্রকে গ্রেফতারের আবেদন করা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে মিথ্যে মামলায় ছাত্রছাত্রীদের হেনস্থা করা হচ্ছে। আমরা জোর আন্দোলন করব। শিক্ষামন্ত্রীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? শিক্ষামন্ত্রীর গাড়িতে যখন এক ছাত্র আহত হলেন তখন পুলিশ কেন তদন্ত করছে না? পুলিশ নিরপেক্ষ নয়, এটা তো বোঝাই যাচ্ছে।
প্রসঙ্গত গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর করা হয়েছিল। সেই সময় তাঁর গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছিলেন বলে দাবি করা হয়। এদিকে এরপর যাদবপুরে শিক্ষাবন্ধু সমিতির অফিসেও তুমুল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল বলে অভিযোগ। আর সেই মামলাতেই গ্রেফতার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।