গত কয়েকবছর ধরেই ক্লাব, বারোয়ারিগুলিকে দুর্গাপুজোর জন্য় বেশ মোটা টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এনিয়ে নানা সময়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। কিন্তু বার বারই প্রশ্ন ওঠে রাজ্য সরকারের তরফ থেকে বার বার বলা হয় আর্থিক প্রতিকূলতার কথা। সেই পরিস্থিতিতে কীভাবে এত টাকার অনুদান? কোথা থেকে এই বিপুল টাকা আসছে সরকারের কাছে?
এবার সেই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।
এবার ক্লাবগুলিকে পুজোর অনুদান একলাফে ১৫ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার পুজোর অনুদান করা হয়েছে ৮৫ হাজার টাকা। এমনকী বিদ্যুতের ছাড়ও ৬৬ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই যে বিপুল টাকা সেটা কোথা থেকে আসছে? এমনকী বছর বছর এই পুজোর অনুদান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগামী বছর এই পুজোর অনুদান ১ লাখ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সৌরভ দত্ত নামে এক ব্যক্তি ফের এনিয়ে মামলা করেছেন। এর আগেও তিনি এই অনুদান সম্পর্কিত বিষয় নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। এবারও তিনি সেই মামলায় নতুন করে আবেদন করলেন। মূলত যেটা বলা হচ্ছে যে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে দেখতে হবে। এই বিপুল পরিমাণ অনুদানের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই মামলায়। মূলত এই যে বিপুল পরিমাণ টাকা তার উৎস কী সেটা জানতে চাওয়া হয়েছে।