ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালইয়ে (IGNOU) পিএইচডি ও ওপেন ম্যাট (MBA) প্রবেশিকা পরীক্ষা ২০২০ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
দুটি পরীক্ষার জন্য জমা দেওয়া আবেদনপত্র সংশোধনের বিষয়ে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ১৬ মে থেকে ২২ মে ২০২০ বিকেল পাঁচটার মধ্যে আবেদনকারীরা IGNOU পিএইচডি ও ওপেন ম্যাট-এ ভরতির আবেদনপত্র সংশোধন করতে পারবেন।
ignouexams.nta.nic.in ও www.nta.ac.in-- এই দুটি ওয়েবসাইটে সংশোধন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এবং আবেদনপত্র সংশোধন করা যাবে। সংশোধনের পাশাপাশি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার শহরও পরিবর্তন করা যাবে।
এই নিয়ে দ্বিতীয় বার পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার দিন পিছোনো হল। এরা আগে তা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ মে ২০২০।
উপরোক্ত ওয়েবসাইট দুটি ছাড়াও NTA এর দেওয়া পাঁচটি মোবাইল নাম্বারে ফোন করে আবেদনকারীরা তাঁদের জিজ্ঞাস্য বিষয়গুলি জানতে পারবেন। এই নাম্বার গুলি হল: 8287471852, 8178359845, 9650173668, 9599676953 ও 8882356803।
পাশাপাশি [email protected] এই ই মেল অ্যাড্রেসেও মেল করে আবেদনকারীরা প্রশ্ন করতে পারেন।