বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটিং-বোলিং ঠিকঠাক থাকলেও বরাবরের মতোই ইংল্যান্ডের জয়ের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ট্র্যাভিস হেড। দুর্দান্ত স্টাইলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন ট্র্যাভিস হেড।
ঝোড়ো সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড
ইংল্যান্ডের বোলারদের ক্লাস নেন ট্র্যাভিস হেড। তিনি প্রথমে ফিফটি করেন, তারপর গিয়ার পরিবর্তন করেন এবং সেঞ্চুরি করেন। ট্র্যাভিস হেড এখানেই থেমে থাকেননি, শেষ পর্যন্ত থেকেছেন এবং দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছেন। ট্র্যাভিস হেড ১২৯ বলে ২০টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্য প্রান্তে তাঁকে সমর্থন করেন, তিনি বিস্ফোরক স্টাইলে ৭৭ রান করেন। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এদিন ১২৯ বলে ১৫৪ রান করে জয়সূর্য-কনওয়েকে টপকে গিয়েছেন ট্র্য়াভিস হেড।
আরও পড়ুন… ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার অনুশীলনের ভিডিয়ো
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর:-
১৮১* - রস টেলর, নিউজিল্যান্ড ২০১৮ সাল
১৬২ - ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ ২০১৯ সাল
১৬১* - শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া ২০১১ সাল
১৫৪* - ট্র্যাভিস হেড, অস্ট্রেলিয়া বৃহস্পতিবার
১৫২* - ডেভন কনওয়ে, নিউজিল্যান্ড ২০২৩ সাল
১৫২ - সনৎ জয়সূর্য, শ্রীলঙ্কা ২০০৬
ইংল্যান্ডের হয়ে বেন ডাকেটের দুর্দান্ত ইনিংস-
ইংল্যান্ডের হয়ে দারুণ শুরু করেন ওপেনার বেন ডাকেট। ৯১ বলে ৯৫ রানের ইনিংস খেলে দলকে দারুণ সূচনা এনে দেন তিনি। উইল জ্যাকও হাফ সেঞ্চুরি করে দলকে ট্র্যাকে ফিরিয়ে আনেন। তিনি ৫৬ বলে ৬২ রানের ইনিংস পূর্ণ করেন। এই ইনিংসের সুবাদে দল স্কোরবোর্ডে দাঁড়ায় ৩১৫ রান। এর পরে, বোলিংয়েও দুর্দান্ত শুরু হয়েছিল, তবে ট্র্যাভিস হেড প্রত্যাশাকে ধূলিসাৎ করেন।
আরও পড়ুন… IND vs BAN: অশ্বিনের প্রতিটি শট উঠে দাঁড়িয়ে উপভোগ করছেন! দর্শক আসনে বসে থাকা এই বৃদ্ধা কে?