বিগ ব্যাশ লিগে বৃহস্পিতবার সকালে মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন স্টার্স। সেই ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট। দলও বড় রানই তুলেছিল। কিন্তু সিডনি দলও পাল্টা মেলবোর্নের বোলারদের শাসন করে এবং সেই রান তুলে নেয়। ফলে বিফলে যায় বেন ডাকেটের ২৯ বলে ৬৮ রানর ইনিংস।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
ইংল্যান্ডের বেন স্টোক্স নজর কাড়লেন বিগ ব্য়াশ লিগে। একই ওভারে ছয়টা চার মারলেন ইংল্যান্ডের এই তারকা ওপেনার। এমনিতেই সিমিত ওভারের ক্রিকেটে এই ব্যাটারের নাম রয়েছে মারকারাটি খেলোয়াড় হিসেবে। তিনি আসলে যে কতটা ভয়ঙ্কর ব্যাট হাতে, সেটাই প্রমাণ করে দিলেন তিনি। স্পিন বোলিংটাও যে তিনি বেশ ভালো রপ্ত করেছেন সেটাও বোঝা গেল।
চতুর্থ ওভারের শুরু থেকেই ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের ওপর চেপে বসা শুরু করেন এই বাঁহাতি ব্যাটার। আকিল হোসেন এর আগে এক ওভার বোলিং করলেও তখন তাঁকে একটা টার্গেট করেননি ডাকেট, কিন্তু তাঁর দ্বিতীয় ওভারেই ছয়টা বাউন্ডারি মারলেন ডাকেট। যা দেখে কার্যত অসহায় অবস্থা লাগল বোলার আকিল হোসেনকে।
প্রথম বলে মিডল উইকেটের ওপর থেকে চার মারেন ডাকেট। দ্বিতীয় বল তাঁর ব্যাটে লেগে পিছনের দিকে থার্ড ম্যানের দিক থেকে চার হয়ে যায়। এরপর তৃতীয় বলে ফের তিনি বড় শট খেলতে যান মিড অনের ওপর থেকে, চার হয়ে যায়। এরপর রিভার্স সুইপে তিনি পরপর দুটো বাউন্ডারি মারেন। ষষ্ঠ বলে বোলারের মাথার ওপর থেকে সোজাসুজি চার মারেন।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
টস জিতে ফিল্ডিং নেয় সিডনি সিক্সার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করে মেলবোর্ন স্টার্স। বেন ডাকেটের মতোই ধুন্ধুমার ব্যাটিং করেন ম্যাক্সওয়েল, করেন ১৭ বলে ৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই জয়ের জন্য টার্গেটে পৌঁছে যায় সিডমি সিক্সার্স। জেমস ভিনসের শতরানে ম্যাচ সহজেই জিতে নেয় সিডনি, অপরাজিত থাকেন ভিনস। ৪২ রান করেন জোশ ফিলিপ।