উপমহাদেশে খেলা হোক বা সেনা দেশে, টেস্টে বাইশগজের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্পিন সহায়ক পিচ হলে সচরাচর টস জিতে সব দলই চায় শুরুতে ব্যাট করতে। সেক্ষেত্রে শেষ ইনিংসে ভাঙা পিচে স্পিনারদের মোকাবিলা এড়ানো যায়। আবার পেস সহায়ক বাইশগজে সব দল চায় টস জিতে শুরুতে বল করতে। তাহলে প্রতিপক্ষ দলকে প্রথম ইনিংসে কম রানে বেঁধে রাখার সুযোগ থাকে এবং পরের দিকে ব্যাট করা তুলনায় সহজ হয়ে দাঁড়ায়।
সঙ্গত কারণেই ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নের বাইশগজের সম্ভাব্য চরিত্র নিয়ে বিস্তর আগ্রহ ক্রিকেটপ্রেমীদের। ম্যাচের আগের দিন অজি দলনায়ক প্যাট কামিন্স এমসিজি-র পিচ নিয়ে স্পষ্ট ধারণা দিলেন সাংবাদিক সম্মেলনে।
অস্ট্রেলিয়ার পিচে সচরাচর পেসাররা সাহায্য পেয়ে থাকেন। পার্থ, ব্রিসবেনের মতো টেস্ট কেন্দ্রে গতি ও বাউন্সই হাতিয়ার হয় সব দলের। তবে মেলবোর্ন ও সিডনির মতো মাঠে পেসারদের পাশাপাশি স্পিনারদের জন্যও অল্প-বিস্তর সাহায্য থাকে।
আরও পড়ুন:- ৩ টেস্টে ১টি শতরান ও ২টি হাফ-সেঞ্চুরি, মেলবোর্নে কোহলির পারফর্ম্যান্সে চোখ রাখুন
সুতরাং, চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম তিনটি টেস্টে পেসাররা একতরফা ছড়ি ঘোরাবে, এটা প্রত্যাশিতই ছিল। তবে মেলবোর্নের পিচ নিয়ে খোঁজ-খবর নেওয়া শুরু হয়ে যায় সেখানে স্পিনারদের জন্য সাহায্য থাকার সম্ভাবনার জন্যই। বলা বাহুল্য, ভারতীয় সমর্থকরা আশাবাদী হতে পারেন কামিন্সের কথায়।
মেলবোর্নের পিচের যে ছবি সামনে এসেছে, তাতে পর্যাপ্ত ঘাসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। পিচে ৬ মিলিমিটার ঘাসের আস্তরণ থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে বাইশগজের প্রকৃত ছবি ধরা পড়ে ম্যাচের দিন সকালে। কেননা প্রায়শই শেষ মুহূর্তে পিচের ঘাস ছাঁটা হয়ে থাকে।
কামিন্স জানালেন, পিচে ঘাস রয়েছে বটে, তবে সেখানে নাথান লিয়নও সফল হতে পারেন। যার অর্থ, পিচে স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। কামিন্সের কথায়, ‘পিচ দেখে দারুণ মনে হচ্ছে। গত কয়েক বছরে এখানে যেমন বাইশগজ দেখা যায়, এবারও তেমনটাই হতে চলেছে বলে মনে হচ্ছে। পিচে পর্যাপ্ত ঘাস রয়েছে। তবে ভালো এবং শক্তপোক্ত দেখাচ্ছে।’
কামিন্স আরও যোগ করেন, ‘গত পাঁচ-ছ বছর ধরে ওরা (কিউরেটর) এখানে দারুণ পিচ তৈরি করে আসছে। আশা করি পিচ তেমনই আচরণ করবে এবার। এখানে নাথান লিয়নও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ম্যাচে নিজের ভূমিকা রাখে ও। তাই স্পিনারদের জন্য অল্প-বিস্তর সাহায্য থাকলে অবাক হব না।’