হতে পারেন অস্থায়ী ক্যাপ্টেন, তবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একজোড়া ম্যাচে রেকর্ড জয় তুলে নিয়েছে। বিশাখাপত্তনমের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে নিজেদের সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। অন্যদিকে তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ দলগত টি-২০ ইনিংস গড়ে ম্যাচ জেতে ভারত।
এই অবস্থায় ৫ ম্যাচের সিরিজের তৃতীয় টি-২০ খেলতে গুয়াহাটিতে পা দিয়েছে উভয় দল। টিম ইন্ডিয়ার সামনে হাতছানি রয়েছে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরার। যে রকম ছন্দবদ্ধ ক্রিকেট উপহার দিচ্ছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিরা, তাতে গুয়াহাটিতে অজিদের পর্যুদস্ত করে সিরিজ জয় নিশ্চিত করা অসম্ভব নয় ভারতের পক্ষে। তবে নির্বিঘ্নে ম্যাচ আয়োজিত হওয়া নিয়ে ভারতীয় সমর্থকরা তাকিয়ে আবহাওয়ার দিকে।
মঙ্গলবার গুয়াহাটির আবহাওয়া কেমন থাকবে, তার উপরেই নির্ভর করছে ম্যাচ নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়া। খেলা ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনা রয়েছে কিনা, সেটা জানতেও আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। এক্ষেত্রে টিম ইন্ডিয়ার সমর্থকরা আশ্বস্ত হতে পারেন এটা জেনে যে, মঙ্গলবারের গুয়াহাটির আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা চোখে পড়ছে না।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: LSG থেকে বাদ পড়েই জ্বলে উঠলেন উনাদকাট, তবু ঋদ্ধির ত্রিপুরার কাছে লজ্জার হার পূজারাদের
২৮ নভেম্বর গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ম্যাচ যখন শুরু হবে, অর্থাৎ সন্ধ্যা ৭টার দিকে তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে ম্যাচের শেষ দিকে অর্থাৎ, রাত সাড়ে ১০টা নাগাদ তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ, সেই সময় গুয়াহাটির তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আরও পড়ুন:- IPL 2024 Player Retention: কোন দল কাদের ধরে রাখল, ছেড়ে দিল কাদের, দেখুন রিটেনশনের A to Z
উল্লেখ্য বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ম্যাচের শেষ ওভারে জয় তুলে নেয়। ৮ উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। পরে তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করে ভারত ৪ উইকেটের বিনিময়ে ২৩৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে আটকে যায়।