ফের একবার ভারতীয় দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতে দেখা গেল অস্ট্রেলিয়ান মিডিয়াকে। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি। প্রথম দিন থেকেই উত্তেজনাপূর্ণ ম্যাচটি। এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে না রোহিত শর্মাকে। খারাপ ফর্মের কারণে তাঁকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে জসপ্রীত বুমরাহকে। বাকি টেস্ট ম্যাচগুলির মতো এবারও ব্যাট হাতে রান তুলতে ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। যার ফলে প্রথম দিনেই অলআউট হয়ে যায় গোটা দল। সেই কারণে দিনের শেষে ৩ ওভারের জন্য ব্যাট করতে নামতে হয় অস্ট্রেলিয়াকে। তখনই ঘটে এক ঘটনা। তৃতীয় ওভারে বল করার সময় নন স্ট্রাইকার এন্ডে থাকা স্যাম কনস্টাসের সঙ্গে বাকযুদ্ধে জড়ান বুমরাহ। আর সেই ঘটনাটিকে নিয়েই বিদ্রুপ করা হয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়ার তরফে।
কনস্টাস- বুমরাহের মধ্যে ঘটনাটি কী ঘটেছিল?
তৃতীয় ওভারটি যখন চলছিল তখন এক সময় উসমান খোয়াজা বুমরাহকে রান-আপেই থামিয়ে দেন। তিনি বাড়তি সময় নিচ্ছিলেন, যাতে দিনের শেষে আরও এক ওভার ব্যাট করতে না হয় তাঁদের। খোয়াজার এই চালাকি ধরতে সময় লাগেনি বুমরাহের। তিনি খোয়াজার আচরণে বিরক্তি প্রকাশ করেন। উইকেটকিপার ঋষভ পন্তকেও প্রশ্ন তুলতে দেখা যায়। বিষয়টি নিয়ে খোয়াজা কোনও কথা না বললেও নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা কনস্টাস নিজেই বুমরাহের দিকে এগিয়ে যান এবং কিছু বলেন। বিষয়টি ভালোভাবে নেননি ভারত অধিনায়ক (অস্থায়ী)। তিনি পাল্টা কিছু বলেন। এরপরেই তর্কে জড়ান দু’জন। এরপর অনফিল্ড আম্পায়ার দু’জনকে শান্ত করান। তবে মাঠের জবাব মাঠেই দেন বুমরাহ। ওভারের শেষ বলে আউট করে দেন উসমান খোয়াজা।
‘দ্য বেবিবাঞ্চ’- অস্ট্রেলিয়ার মিডিয়ার ব্যঙ্গ:
আর এই ঘটনার পরেই অস্ট্রেলিয়ান মিডিয়াকে আরও একবার বিদ্রুপ করতে দেখা গেল ভারতীয় দলকে নিয়ে। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ তাদের শনিবারের খবরের কাগজের পেছনের পাতায় বড় করে ভারতীয় দলের ছবি দিয়েছে। যেখানে রয়েছে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত, নীতীশ কুমার রেড্ডি, যশস্বী জসওয়াল এবং ওয়াশিংটন সুন্দর। ছবির ওপরে বড় বড় করে লেখা হয়েছে ‘দ্য বেবি বাঞ্চ’- ভারত বিশ্বের সবচেয়ে বড় কাপুরুষ হিসেবে নিজেদের ঝান্ডা গেড়েছে।’ তবে এবার প্রথম নয়, এই খবরের কাগজ এর আগে বিরাট এবং রোহিতকে নিয়েও ব্যঙ্গ করেছিল।
উল্লেখ্য, প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে অলআউট হয়ে যায়। ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ ৪০ রান করেন ঋষভ পন্ত। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৪ উইকেট নেন স্কট বোল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয়ে যায় অজিরা। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা। ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং নীতীশ কুমার রেড্ডি।