কয়েকদিন আগেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা একপ্রকার বিরক্ত হয়েই জানিয়ে ছিলেন মহম্মদ শামির বিষয় কোনও আপডেট পেতে গেলে সেটা এনসিএর থেকে জানতে হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ায় বুমরাহ বাদে ভারতীয় পেসারদের ব্যর্থতায় রোহিত বিরক্ত হলেও তাঁর হাতে যে কিছুই করার নেই, সেটাই স্পষ্ট করেছিলেন তিনি।
বর্ডার গাভাসকর ট্রফিতে নেই শামি-
এবার বিসিসিআইয়ের থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হল, কোনওভাবেই আর বর্ডার গাভাসকর ট্রফিতে খেলতে যাওয়া হবে না মহম্মদ শামির। আগে থেকে তাঁর চোট অনেকটা সুস্থ হলেও হাঁটুতে ফোলার জায়গা এখনও পুরোপুরি ঠিক হয়নি। অর্থাৎ পায়ের পাতার যে পুরনো চোট ছিল, যার জেরে তাঁকে অস্ত্রোপচার করতে হয়েছিল,সেই চোট এখন ঠিক হয়ে গেছে।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
অতিরিক্ত বোলিং করাতেই চোট শামির-
এনসিএতে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর পায়ের পাতার চোট পুরোপুরি সেড়ে গেছে দেখার পরই তাঁকে রঞ্জি ট্রফিতে বোলিং করতে ক্লিনশিট দিয়েছিল। এরপর মধ্যপ্রদেশের বিরুদ্ধে নভেম্বরে ৪৩ ওভার বোলিংও করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ৯টি ম্যাচে খেলেন বাংলার পেসার শামি। পাশাপাশি অতিরিক্ত বোলিং সেশনও তিনি করেছিলেন টেস্টে ফেরার জন্য
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
শামির হাঁটুতে চোট, জানাল বিসিসিআই-
তবে বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, মহম্মদ শামির বাঁ পায়ের হাঁটুতে সামান্য ফুলে গেছে। বোলিংয়ে অতিরিক্ত ওয়ার্কলোড নেওয়ার কারণেই এই ফোলা হয়েছে। অনেকদিন পর টানা বোলিং করাতেই তাঁর হাঁটুতে ফুলে নতুন চোট জায়গা নিয়েছে বলে মনে করা হচ্ছে। আর তা দেখেই শামিকে অস্ট্রেলিয়ায় না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
বাংলার হয়েও আপাতত খেলা হবে না শামির-
বিসিসিআইয়ের মেডিক্যাল টিম শামির হাঁটুর চোট দেখে সিদ্ধান্ত নিয়েছে তাঁকে আরও কিছুটা সময় দিতে। যাতে পরবর্তী বোলিং লোড নিয়ে তাঁর অসুবিধা না হয়, তাই তাঁকে বর্ডার গাভাসকর ট্রফির জন্য আনফিট বলে ঘোষণা করা হয়েছে। বিসিসিআইয়ের সেন্টা অফ এক্সিলেন্সেই আপাতত ট্রেনিং করবেন শামি, ফলে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফির প্রথম দকের কয়েকটা ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তাঁর হাঁটুর অবস্থা দেখার পরই তাঁকে ঘরোয়া ক্রিকেটে ফেরানো যায় কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল টিম।