অ্যাডিলেডের হাই-স্কোরিং দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের শেষ লগ্নে দেখা দেয় বড়সড় বিতর্ক। অবাক করা এক কারণ দেখিয়ে আম্পায়ার নিশ্চিত রান-আউট হওয়া সত্ত্বেও ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেন ক্যারিবিয়ান তরকা আলজারি জোসেফকে।
দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে ঘটে এমন বিতর্কিত ঘটনা। ১৮.৩ ওভারে স্পেনসার জনসনের বল কভার অঞ্চলে ঠেলে দিয়েই রান নিতে দৌড়ন আলজারি জোসেফ। ফিল্ডার মিচেল মার্শ বল ধরেই তা নন-স্ট্রাইকার প্রান্তে বোলার জনসনের হাতে ছুঁড়ে দেন। জনসন তড়িঘড়ি স্টাম্প ভেঙে দেন এবং সতীর্থদের সঙ্গে একজোট হন জোসেফ রান-আউট হয়েছেন কিনা সেটা দেখার জন্য।
আম্পায়ার জেরার্ড চারিদিকে তাকিয়ে স্টাম্পের মাথায় বেল তুলে দেন। তাঁকে বলতে শোনা যায় যে, ‘আউটের আবেদন করা হয়নি’। তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি যাচাই করতেই পাঠাননি জেরার্ড। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে অজি ক্রিকেটাররা সেলিব্রেশনে মেতে ওঠেন। তবে ঠিক তখনই আম্পায়ার তাঁদের জানান যে, এক্ষেত্রে কোনও আবেদন হয়নি বলেই আউট দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন:- U19 World Cup 2024: চতুর্থ ভারত অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপের ফাইনালে হারের মুখ দেখেন উদয় সাহারান, বাকিরা কারা?