ক্রিজে এসেই ছক্কা হাঁকানোর বিরল ক্ষমতা রয়েছে সমীর রিজভির। উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার গতবছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকেই বড় শট নেওয়ার দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবছর আইপিএলের মেগা নিলাম থেকে সমীরকে ৯৫ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। উত্তরপ্রদেশের ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটার অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে তাণ্ডব চালিয়ে আশ্বস্ত করছেন নিজের নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে।
বিসিসিআইয়ের এই বয়স ভিত্তিক ওয়ান ডে টুনামেন্টে টি-২০ ক্রিকেটকেও হার মানাচ্ছেন সমীর। তিনি টুর্নামেন্টের চার ম্যাচে ব্যাট করতে নেমে টানা তিনটি শতরান করেন, যার মধ্যে একবার দ্বিশতরানের গণ্ডি টপকান সমীর। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি শেষ ৩টি ইনিংসে শতরান করার পথে এত ছক্কা হাঁকিয়েছেন, কোনও পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে যে নজির আর খুঁজে পাওয়া মুশকিল।
গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচে সমীর ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। পুদুচেরির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সমীর ১১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে মাত্র ৬৯ বলে ১৩৭ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন।
হিমাচলপ্রদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে সমীর ১৪টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১৫৩ রান করে মাঠ ছাড়েন। এবার ত্রিপুরার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে সমীর রিজভি রীতিমতো তাণ্ডবলীলা চালান। তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের সর্বকালীন রেকর্ড গড়েন। ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে সমীর খরচ করেন মোটে ৯৭টি বল।
ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে সমীর ৯৭ বলে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি মোট ১৩টি চার ও ২০টি ছক্কা মারেন। শুরুতে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪০৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
পালটা ব্যাট করতে নেমে ত্রিপুরা ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৩ রানে আটকে যায়। ১৫২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে উত্তরপ্রদেশ। টুর্নামেন্টের চার ম্যাচে ইউপি-র এটি দ্বিতীয় জয়।
টুর্নামেন্টের চার ম্যাচে সমীরের ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. বনাম গুজরাট- ৩০ বলে ২৭ রান।২. বনাম পুদুচেরি- ৬৯ বলে অপরাজিত ১৩৭ রান।৩. বনাম হিমাচলপ্রদেশ- ১১৪ বলে ১৫৩ রান।৪. বনাম ত্রিপুরা- ৯৭ বলে অপরাজিত ২০১ রান।
সমীর শেষ তিনটি ইনিংসে মোট ৪২টি ছক্কা মারেন। টুর্নামেন্টের চারটি ম্যাচে সমীর সাকুল্যে ছক্কা হাঁকান ৪৪টি। চার মারেন মোট ৪০টি। চার ম্যাচে সমীর সংগ্রহ করেন সাকুল্যে ৫১৮ রান। ব্যাটিং গড় ২৫৯.০০। স্ট্রাইক-রেট ১৬৭.০৯। ৫০ ওভারের ক্রিকেটে এমন স্ট্রাইক-রেট অবিশ্বাস্য সন্দেহ নেই।