ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির তেমন একটা সম্পর্ক নেই। কেননা টি-২০ স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই ওয়ান ডে ফর্ম্যাটে বিবেচিত হন না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা এই তিনটি ওয়ান ডে ম্যাচেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহার্সাল সেরে রাখবে। সুতরাং, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না আশা করা যায়। তবে ২টি কারণে এই দুই টুর্নামেন্টের জন্য একেবারে অভিন্ন স্কোয়াড ঘোষণা করতে নাও পারেন ভারতীয় নির্বাচকরা।
আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কয়েকজন ক্রিকেটারকে যাচাই করার সুযোগ রয়েছে এই সিরিজে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিশ্চিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পথে হাঁটতেই পারেন আগরকররা। তবে এক্ষেত্রে একটা সংশয়ও থেকে যাচ্ছে। আসলে ফর্ম্যাট বদলে সাদা বলের ক্রিকেটে সড়গড় হওয়ার তেমন সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের সামনে। তাই জসপ্রীত বুমরাহর মতো অটোমেটিক চয়েজ পেসার ছাড়া নির্বাচকরা বাকিদের মাঠে নামার সুযোগ থেকে বঞ্চিত করতে চাইবেন কিনা, সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
মহম্মদ শামিকে যদি টি-২০ সিরিজে যদি নাও ফেরানো হয়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে কামব্যাক করতে পারেন বাংলার তারকা পেসার। রোহিত-কোহলির আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। যশস্বী জসওয়ালকে ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে জায়গা করে দিতে হলে অন্তত ১৬ জনের দল ঘোষণা করতে হবে আগরকরদের।
আরও পড়ুন:- Team India Updates: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ৫টি আপডেট
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নির্বাচকদের নজর থাকতে পারে প্রসিধ কৃষ্ণা ও আর্শদীপ সিংয়ের দিকে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহ ফিরলে এই দুই পেসারের মধ্যে কোনও একজনকে বাদ পড়তে হতে পারে। নীতীশ রেড্ডিকে পেসার অল-রাউন্ডার হিসেবে দলে রাখতে পারেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে জাতীয় দলের আঙিনায় ফেরা নিশ্চিত শ্রেয়স আইয়ারের। হার্দিক পান্ডিয়ারও ওয়ান ডে স্কোয়াডে থাকা কার্যত নিশ্চিত।
আরও পড়ুন:- WTC 2023-25: নো-বলের হাফ-সেঞ্চুরি, টেস্ট চ্যাম্পিয়নশিপে অবাঞ্ছিত নজির রাবাদার
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আর্শদীপ সিং।