ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আজকাল ভারতের অনেক তারকা ক্রিকেটারকে দেখা যাচ্ছে। হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, তিলক বর্মা সহ অনেক আন্তর্জাতিক খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকেও বিজয় হাজারে ট্রফিতে দেখা গিয়েছিল।
তবে এবার অর্জুন তেন্ডুলকরকে বাইরের পথ দেখিয়েছে গোয়ার দল। এর কারণ বলা হচ্ছে অর্জুনের দুর্বল পারফরম্যান্স। এখন পর্যন্ত বিজয় হাজারে ট্রফিতে গোয়া দলের হয়ে প্রথম তিনটি ম্যাচ খেলেছেন অর্জুন। তবে শেষ ম্যাচে তাঁকে দলে জায়গা দেয়নি গোয়া। কিন্তু অর্জুনকে আউট করায় গোয়া দলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এক ম্যাচে ১০০ রানও করতে পারেনি গোয়ার দল।
আরও পড়ুন… ভিডিয়ো: ও যেটা বলেছে সেটা করে দেখাল- ভাইয়ের জেদের গল্প শোনালেন নীতীশের গর্বিত বোন
অর্জুন আউট, ৯২ রানে গুটিয়ে যায় গোয়া
এখনও পর্যন্ত বিজয় হাজারে ট্রফিতে গোয়া দল চারটি ম্যাচ খেলেছে। দুটিতে জয় ও দুটি ম্যাচে হেরেছে। অর্জুন গোয়ার হয়ে প্রথম তিনটি ম্যাচ খেললেও তার পারফরম্যান্স ছিল মিশ্র। এর পর তাকে বের করে দেওয়া হয়। কিন্তু অর্জুন আউট হতেই গোয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায়। শনিবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলায় গোয়ার পুরো দল প্রথম ইনিংসের ২৯তম ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: লেগ সাইডের বাইরে বল পড়ে চলে গেল স্লিপে! স্টার্কের ডেলিভারি দেখে অবাক স্মিথ-ওয়াশিংটন
দীপক-প্রশান্তের সামনে দাঁড়াতে পারেননি গোয়ার ব্যাটসম্যানরা
গোয়ার এই খারাপ অবস্থার কৃতিত্ব যায় উত্তরাখণ্ডের বোলার দীপক ধপোলা এবং প্রশান্ত কে ভাটিকে। এই দুই বোলার তাদের দুর্দান্ত বোলিংয়ে গোয়ার ব্যাটিং লাইনআপের পিঠ ভেঙে দিয়েছেন। দীপক ৯ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। যেখানে প্রশান্ত ৭ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। এছাড়াও অভয় নেগি ২টি এবং অবনীশ সুধা একটি সাফল্য পেয়েছেন।
আরও পড়ুন… নীতীশ কুমারের জন্য আমি খুব খুশি- ভারতীয় ব্যাটারের শতরান নিয়ে এটা কী বললেন বোল্যান্ড
১৯তম ওভারে ম্যাচ জিতে নেয় উত্তরাখণ্ড
উত্তরাখণ্ড দল গোয়ার দেওয়া ৯৩ রানের লক্ষ্য ২০ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে অর্জন করে। ১৯তম ওভারের শেষ বলে ৯৭ রান করে ম্যাচ জিতে নেয় উত্তরাখণ্ড। ৩৮ রান করে অপরাজিত থাকেন উত্তরাখণ্ডের অধিনায়ক কুনাল চান্দেলা। শাশ্বত ডাঙ্গওয়ালও খেলেছেন ২২ রানের অপরাজিত ইনিংস।