ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি ক্রিকেটকে নিয়ে মারাত্মক আবেগপ্রবণ। ক্রিকেটকে ঘিরে কখনও তিনি আগ্রাসী, কখনও তিনি আক্রমণাত্মক, কখনও আবেগে ভাসেন। কখনও আবার প্রতিপক্ষের সঙ্গে মানসিক যুদ্ধে পছন্দ করেন।
কিন্তু মাঠের বাইরে তিনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। বিশেষ করে ২০১৭ সালের শেষের দিকে অনুষ্কা শর্মাকে বিয়ে করার পর, কোহলি মাঠের বাইরে তার আগ্রাসনকে অনেকটাই কমিয়ে দিয়েছেন। এই কোহলিই ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অজি সমর্থকদের ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তবে এখন তাঁর সেই দাপট অনেকটাই কম।
সম্প্রতি ২০২৩ এশিয়া কাপের আগে নতুন করে কোহলির একটি পাকিস্তানি ভক্তের সঙ্গে সাক্ষাতের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে ভারতীয় ক্রিকেটারের উদার মনের পরিচয় পাওয়া গিয়েছে। একজন বিশেষ ভাবে সক্ষম ভক্তের সঙ্গে কোহলি সহানুভূতিশীল ব্যবহার করেছেন, তাতে সকলে মুগ্ধ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি হোটেলে কোহলির সঙ্গে সেই ভক্তদের দেখা হয়েছে। যদিও কেউ ভিডিয়োটির তারিখ এবং স্থান নির্ধারণ করতে পারেননি। তবে দেখে মনে হচ্ছে এটি বেশ পুরনো ভিডিয়ো। সেই ভক্তের যাবতীয় কথা গুরুত্ব দিয়ে, হাসিমুখে শুনতে দেখা গিয়েছে কোহলিকে। মুখে বিরক্তির ছাপ নয়, বরং ভালো লাগায় ভরা ছিল। এই ভিডিয়ো হুহু করে ভাইরাল হয়েছে।
কোহলি বর্তমানে ২০২৩ এশিয়া কাপের আগে বিসিসিআই-এর স্কিল ক্যাম্পে কঠোর পরিশ্রম করছেন। ৩০ অগস্ট থেকে টুর্নামেন্টটি শুরু হবে। মুলতানে পাকিস্তান এবং নেপালের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এবার ৫০ ওভারের এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। এই টুর্নামেন্টকে আসন্ন ২০২৩ আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। এশিয়া কাপের আগে প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে রাজি নয় ভারত। বরং বলা ভালো যে, আলুরের প্রস্তুতি শিবিরে যাবতীয় খামতি ঢেকে ফেলতে তৎপর টিম ইন্ডিয়া।
এশিয়া কাপে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে পাকিস্তান। যারা ইতিমধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এবং পাকিস্তান টিম নিঃসন্দেহে ভালো ক্রিকেটও খেলছে। যে কারণে এশিয়া কাপে ভারতের সামনে পাকিস্তান বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এশিয়া কাপের হাত ধরে দীর্ঘ দিন পর একদিনের ম্যাচে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচে চলেছে। গত ২বছরে তারা অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ২০২২ এশিয়া কাপ এবং দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে তারা। তবে একদিনের ম্যাচ বহু দিন দুই দলে একে অপরের বিরুদ্ধে খেলেনি।