টেস্ট ক্রিকেট দিয়ে শুরু তাঁর ক্রিকেট কেরিয়ার। তারপরে প্রতিটা ফরম্যাটে নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের জেরে বিশ্বকাপ দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল। ইতিমধ্যেই তাঁকে বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাঁর দুর্দান্ত টাইমিং ও কেরিয়াররের প্রথমে একটি দুর্দান্ত রেকর্ডের জন্য। এমনকী এই বয়সে গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন দলটিকে তাঁদের প্রথম সিজিনেই ট্রফি দিয়েছিলেন। এছাড়া গিল কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন এবং অনবদ্য পারফরম্যান্স করেছেন।
শুভমন গিলের ব্যাটিংয়ের স্ট্রোক থেকে রেকর্ডে মুগ্ধ প্রাক্তন ক্রিকেট তারকারা। তাঁকে নিয়ে বড়ো মন্তব্য করলেন প্রাক্তন তারকা যুবরাজ সিং। তিনি বলেন, 'শুভমন গিলের এই প্রজন্মের সেরা ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ছেলেটি কঠোর পরিশ্রম করে। ১৯-২০ বছর বয়স থেকেই, ওর মনোভাব সবসময়ই এমন ছিল। সে ছোটবেলা থেকেই একজন সাধারণ লোকের চেয়ে চারগুণ বেশি পরিশ্রম করে। ওর সঙ্গে যত কাজ করেছি, আমি মুগ্ধ হয়েছি। এই যুগের সেরা ক্রিকেটার হতে পারে শুভমন।'
তিনি আরও বলেন, 'ও গাব্বাতে একটি টেস্ট ম্যাচে ৯১ রান করে। আর সেই ম্যাচ ভারত জিতেছিল। অস্ট্রেলিয়া সফরেও দুটি অর্ধশত রান করেছিল যা আমি জানি না কতজন খেলোয়াড় করেছে। আমি নিশ্চিত সে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ডেও রান করবে।'
শুধু এখানেই শেষ নয়, যুবরাজ সিং আরও জানান, 'শুভমন গিল এই মুহূর্তে এমন একটি পর্যায়ে আছেন যে ও নির্ভীক। কোনও ভয় নেই ওর মধ্যে। শুভমন বিশ্বকাপে ভারতের জন্য গেম-চেঞ্জার হতে পারে। ওর সেই ক্ষমতাটা আছে। পাকিস্তানের বিপক্ষে বোলারদের চাপে ফেলেছিল ও।'
এই মুহূর্তে শুভমন গিল ভারতীয় ক্রিকেট দলের একটা নক্ষত্র। লাগাতার ভালো ব্যাটিংয়ের জেরে শুভমন দিলকে ২০২৩ এর বিশ্বকাপে দলে রয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে একটি দ্বিশতরান, টি-টোয়েন্টিতে একটি শতরান এবং টেস্টেও শতরান করেছেন শুভমন। মনে করা হচ্ছে আসন্ন ২০২৩ এর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শুভমন ভারতের হয়ে বহু ম্যাচ জেতাতে পারবে। এবার দেখার বিষয় দেশের মাটিতে গিল কতটা প্রভাবশালী হয়ে উঠতে পারে। বিশ্বকাপ জেতা দলগুলির বিরুদ্ধে গিল কেমন রান করতে পারে সেদিকে নজর থাকবে দেশবাসীর।