লোকসভা নির্বাচন ঘোষণার পর প্রশাসন পরিচালনার ভার জাতীয় নির্বাচন কমিশনের হাতে গেলেও কোচবিহার রয়েছে কোচবিহারেই। সেখানে বিরাম নেই হিংসায়। সোমবার রাতে কোচবিহারে ফের শিরোনামে হল রাজনৈতিক হিংসা। এবারও সেই দিনহাটা। সেখানে গভীর রাতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: দোলের দিন প্রেমিকের বাইকে চেপে রিলস বানাতে গিয়ে বিপত্তি, পড়ে মৃত্যু হল তরুণীর
সোমবার গভীর রাতে দিনহাটার ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়ি লক্ষ্য করে বিজেপির দুষ্কৃতীরা মুড়ি মুড়কির মতো বোমা ছোড়ে বলে অভিযোগ। এমনকী বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমার আগুনে তৃণমূল নেতার বাড়ির খড়ের গাদা ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীরা খড়ের গাদার আগুন নেভান। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা ও বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করে।
তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে তাদের অঞ্চল সভাপতিকে খুনের পরিকল্পনা করেছে বিজেপি। গায়ের জোরে লোকসভা নির্বাচনে জিততে চায় তারা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ওরাই নিজেদের মধ্যে মারামারি করেছে। ওদের দলে ভাগ বাটোয়ারা নিয়ে হাজার অশান্তির শেষ নেই। নিজেরাই মারামারি করে আমাদের নামে দোষ দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: দেওয়াল লিখন ঘিরে দোলের দিন অশান্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে ঝরল রক্ত
ওদিকে ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। এলাকায় বসেছে পুলিশ পিকেট। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কোচবিহারে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। এবার দেখার, প্রশাসন লাগাতার হিংসা প্রতিরোধে কী পদক্ষেপ করে।