তাঁরা যে প্রেম করছেন হিন্দুস্থান টাইমস বাংলা আগেই জানিয়েছি। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনুরাগীদেরও দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় লাগেনি। এবার নিজেরাই নিজেদের সম্পর্কের খবর সিলমোহর দিলেন। শুধু তাই নয় আয়েন্দ্রী এবং নীলাঙ্কুর জানালেন তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।
সম্পর্কের কথা স্বীকার করে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আয়েন্দ্রী এবং নীলাঙ্কুর
সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নীলাঙ্কুর মুখোপাধ্যায় আয়েন্দ্রী রায়ের সম্পর্কে জানিয়েছেন, 'আয়েন্দ্রী ভীষণই সংবেদনশীল মেয়ে। ও খুব মেপে এগোচ্ছে। আমাদের সর্ম্পকের রসায়ন বিয়ের পরও একই থাকবে।'
তাঁরা দুজনেই জানিয়েছেন চলতি বছরেই তাঁদের বাগদান সেরে ফেলার পরিকল্পনা আছে। আর বিয়ে? আগামী বছর আইনি বিয়ে করার কথা ভেবেছেন আয়েন্দ্রী এবং নীলাঙ্কুর।
এদিন আয়েন্দ্রী জানিয়েছেন, 'দুই পরিবারই আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, সম্মতি আছে তাঁদের। ভালো কাজের সুযোগ পেয়েছি কয়েকটা। তারপরই বাগদান সেরে ফেলব।'
প্রসঙ্গত হিন্দুস্থান টাইমস বাংলাকে আয়েন্দ্রী জানিয়েছিলেন যে গত দুই বছর ধরে তিনি এবং নীলাঙ্কুর সর্ম্পকে রয়েছেন। কিন্তু তাঁর মা প্রাচীনপন্থী বলে এতদিন বিষয়টা প্রকাশ্য আনেননি তাঁরা কে সিদ্ধান্তকে সম্মান জানিয়ে। ২০২৫ সালটা ভালো বলে এই বছর নিজেদের সম্পর্কের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত আয়েন্দ্রী এবং নীলাঙ্কুর কখনই একসঙ্গে কাজ করেননি। আলতা ফড়িং করছেন যখন অভিনেত্রী, আর অভিনেতা কন্যাদান সিরিয়াল নিয়ে ব্যস্ত ছিলেন সেই সময় তাঁরা প্রথমবারের জন্য একে অন্যের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই শুরু বন্ধুত্ব এবং প্রেমের।
আরও পড়ুন: 'ভীষণ খুশি...' বিয়ের বছর ঘোরার আগেই পেয়েছেন মাতৃত্বের স্বাদ, এবার কোন সুখবর দিলেন শ্রীময়ী?