বর্ডার ২ তে এবার থাকছেন না সুনীল শেট্টি। কিন্তু তাঁর জায়গায় থাকছেন তাঁর ছেলে আহান শেট্টি। অনুরাগ সিং ১৯৯৭ সালের এই ছবিটির সিক্যুয়েলের পরিচালনা করবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঁঝ, প্রমুখ।
কী জানা গেল বর্ডার ২ প্রসঙ্গে?
বর্ডার ২ এর তারকাখচিত অভিনেতাদের দলে নাম লেখালেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টিও। বৃহস্পতিবার এই ছবির প্রযোজনা সংস্থার তরফে সেই কথা জানানো হল। তাঁদের তরফে এই কথা ঘোষণার জন্য যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে ১৯৯৭ সালের ছবিটির থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসার ভৈরব সিংয়ের চরিত্রে অভিনয় করা সুনীল শেট্টির কিছু ক্লিপ দেখা যাচ্ছে।
সুনীলের ছেলে নিজেও এই খবর ঘোষণা করেছেন। পোস্ট করেছেন ভিডিয়ো। সেখানে আহান ক্যাপশনে লেখেন, 'জীবনের কাজকর্ম কেমন অদ্ভুত তাই না? আমার বর্ডারের সফর ২৯ বছর আগে শুরু হয়েছিল যখন আমার মা আমায় গর্ভে নিয়ে ছবির সেটে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি বড় হয়েছি ওপি দত্তের নানান বিস্ময়কর গল্প শুনে। জেপি দত্ত কাকুর হাত ধরেছি। আমি বুঝিনি কখন সেটাই আমার মনে সিনেমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে। এবং অবশ্যই ভারতীয় সেনা বাহিনীর প্রতি।'
এদিন আহান একই সঙ্গে তাঁর বাবার উদ্দেশ্যেও একটি বিশেষ বার্তা দিয়ে লেখেন, 'আর বাবা তোমার জন্য এটা। আমি আজ যা যতটা সবটাই তোমার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার লিগ্যাসি তুমি যেটা তৈরি করছে সেটা ধরা রাখার।'
আরও পড়ুন: 'শেষ হয়ে যাচ্ছিলাম, মরেই যেতাম...' হঠাৎ কেন এমন বললেন দেব?
১৯৯৭ সালের বর্ডার ছবিতে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা তুলে ধরা হয়েছিল। জেপি দত্ত পরিচালিত সেই ছবিতে ছিলেন সুনীল শেট্টি, সানি দেওল, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, প্রমুখ। এই আসন্ন বর্ডারের সিক্যুয়েলে থাকবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঁঝ, প্রমুখ। প্রসঙ্গত বর্ডার ২ ছবিটির প্রযোজনা করবেন জেপি দত্ত এবং ভূষণ কুমার। এই ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি আবারও মুক্তি পাবে।