বাংলা নিউজ > বায়োস্কোপ > Fact Check: কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড়ের দাগ দাবি করে ভাইরাল পুরনো বিজ্ঞাপনের ছবি
Fact Check: কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড়ের দাগ দাবি করে ভাইরাল পুরনো বিজ্ঞাপনের ছবি
2 মিনিটে পড়ুন Updated: 10 Jun 2024, 03:24 PM ISTBoom
২০২০ সালের কৃষক আন্দোলনের সময় কঙ্গনার করা মন্তব্যের জন্যই তিনি অভিনেত্রীকে চড় মারেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটি কোলাজ ভাইরাল হয়েছে। কোলাজটিতে সিআইএসএফ জওয়ানের পোশাকে কুলবিন্দর কউর ও এক মহিলার গালে থাপ্পড়ের দাগের ছবি দেখা যায়। কুলবিন্দরের ছবির নীচে ইংরেজিতে 'দ্য আর্টিস্ট' ও গালের ছবির নীচে 'দ্য আর্ট' লেখাটি দেখা যায়। একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, ‘এক চ ড়েই কঙ্কনা বুঝতে পেরেছে দেশ 2014 সালে নয়, 1947 সালেই স্বাধীন হয়েছিল।’
, আর্কাইভ দেখুন ।
আরও এক ফেসবুক ব্যবহারকারী কুলবিন্দর কউর ও গালে থাপ্পড়ের দাগের ছবিটির কোলাজ শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, ‘ইনি সেই CISF মহিলা জওয়ান যিনি কঙ্গনা রানাওতকে চড় কষিয়েছেন। কঙ্গনা কৃষকদের খালিস্তানি বলে ডাকার কারণে তিনি রেগে চড়িয়ে দিয়েছেন।’
, আর্কাইভ দেখুন ।
তথ্য যাচাই
বুম ভাইরাল পোস্টে যে মহিলার গালের থাপ্পড়ের দাগ দেখা যাচ্ছে তিনি কঙ্গনা রানাউত কিনা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা 'অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড" নামক এক ওয়েবসাইটে ভাইরাল ছবির একটি সম্পূর্ণ সংস্করণ দেখতে পাই এবং সেটি অভিনেত্রী কঙ্গনা রানাউতের নয় । 'স্ল্যাপ টু' শীর্ষক ওই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ছবিটি প্রিন্ট মিডিয়ামে বিজ্ঞাপন দেওয়ার জন্য তোলা হয়। ভাইরাল ছবিটি ৩০ মে ২০০৬ সালে হয়।