Virat-Anushka: ব্য়াটে রান নেই, অনুষ্কার হাত ধরে সিডনিতে পার্টি মুডে বিরাট, সঙ্গে আর কে?
1 মিনিটে পড়ুন Updated: 01 Jan 2025, 11:11 AM IST৩১ ডিসেম্বর রাতে সিডনিতে নিউ ইয়ার পার্টিতে যেতে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে।
৩১ ডিসেম্বর রাতে সিডনিতে নিউ ইয়ার পার্টিতে যেতে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে।
বর্ডার-গাভাসকর ট্রফির জন্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। সেখানেও তাঁর সঙ্গী হয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। সিডনিতে 31st নাইট পার্টিতে মজেছিলেন এই তারকা দম্পতি। নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তারকা দম্পতির একসঙ্গে কাটানোর একটি ভিডিয়ো। মধ্যরাতে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল বিরুষ্কা জুটিকে।
চলতি সপ্তাহের শুরুতেই মেলবোর্নে চতুর্থ টেস্ট শেষ হওয়ার সঙ্গে বিরাট ও ইন্ডিয়া টিমের সঙ্গেই সিডনিতে চলে যান অনুষ্কা শর্মা। সিডিনিতেই রয়েছে ফাইনাল টেস্ট ম্যাচ। মঙ্গলবার রাতে গোটা অস্ট্রেলিয়া যখন ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছিল (বরাবরের মতো বাকি বিশ্বের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে), ঠিক তখনই নববর্ষ উদযাপনে মেতে ওঠেন বিরাট-অনুষ্কা। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার নববর্ষ উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছেন।
এক্স-এ (পূর্বের টুইটার) উঠে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সিডনির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিরাট ও অনুষ্কা। ভিডিওটি অবশ্য তাঁদের পিছন থেকে তোলা হয়েছিল। অনুষ্কাকে হিল জুতোর সঙ্গে একটা ছোট কালো ছোট পোশাক দেখা যায়। অন্যদিকে বিরাট কোহলিকেসাদা স্নিকারের সঙ্গে একটি কালো কো-অর্ড সেটে দেখা গিয়েছে। ভিডিওর অন্য একটা অংশে তাঁদের সঙ্গে ছিলেন বিরাটের ভারতীয় দলের সতীর্থ দেবদত্ত পাড়িক্কলকেও দেখা গিয়েছে।