দেবের সঙ্গে বাঘা যতীন ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেছেন সৃজা দত্ত। সেখানে তিনি বাঘা যতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই অল্প সময়ে নজর কাড়েন তিনি। তবে এবার টলিউডের অন্দরের চাপা খবর তিনি নাকি বড় পর্দার ছোট পর্দায় ডেবিউ করতে চলেছেন। এটা কি সত্যি?
এবার টেলিভিশনে সৃজা?
সিনেমার পর এবার সিরিয়ালে ডেবিউ করতে চলেছেন? এ হেন প্রশ্ন উঠতেই এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে সৃজা জানান, 'না না, এখনই আমার সিরিয়ালে কাজ করার কোনও সম্ভাবনাই নেই। আমার ইচ্ছেও নেই এখন সিরিয়ালে কাজ করে। আমি সিনেমাতেই ফোকাস করতে চাই। এখানেই অভিনয় করতে চাই। আশা করি সেই সুযোগও পাব। তবে আমি যেহেতু এখনও পড়াশোনা করছি তাই ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সটা ভালো ভাবে শেষ করতে হবে। সেই জন্যই খুব ভেবেচিন্তে ডেট নেব যাতে সবটা ব্যালেন্স করতে পারি।'
আরও পড়ুন: 'তোর জীবনও শেষ করে দেবে...' নিজেই ভাই মুকেশের ব্যাপারে বিক্রমকে সাবধান করেন মহেশ ভাট! কেন?
আরও পড়ুন: বক্স অফিসে তিন সপ্তাহের ধুন্ধুমার লড়াইয়ের পর ৫ কোটি থেকে সামান্যই দূরে প্রধান, কী অবস্থা মিঠুনের কাবুলিওয়ালার?
তিনি এদিন একই সঙ্গে বলেন, 'তাছাড়া আমি যেহেতু বাঘা যতীনের মতো ছবি দিয়ে ডেবিউ করেছি তাই আগামীতে দিনেও কেরিয়ারে যাতে সেই মাপকাঠি বজায় রাখতে পারি সেটার দিকে লক্ষ্য রাখব। তাই একটু বেছে বেছে চলছি।'
আরও পড়ুন: ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সেটে রীতিমত ‘অত্যাচার’ করতেন রোহিত! ‘নালিশ’ ঠুকে কী বললেন শিল্পা?
প্রসঙ্গত পুজোর ঠিক মুখেই মুক্তি পেয়েছিল বাঘা যতীন। এটি ২০২৩ সালের অন্যতম হিট বাংলা ছবি। সেখানে দেব, সৃজা ছাড়াও ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, কোলাজ সেনগুপ্ত, প্রমুখ। এটাই ছিল অভিনেত্রীর প্রথম কাজ যা তিনি রীতিমত অডিশন দিয়েই পেয়েছিলেন।