২০১৯ সালে মুক্তি পায় মণিকর্ণিকা। তখন থেকেই শুরু হয় কঙ্কনা রানাওয়াত এবং সোনু সুদের মধ্যে বিবাদ। প্রায় ৫ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও সম্পর্ক ঠিক হয়নি দুই তারকার মধ্যে। এবার এই বিবাদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কঙ্কনার সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ ফাঁস করলেন সোনু।
সম্প্রতি ইউটিউব চ্যানেলে শুভঙ্কর মিশ্রের সঙ্গে আলাপচারিতায় কঙ্কনার প্রসঙ্গ ওঠে। কঙ্কনার প্রসঙ্গে উঠলে সোনু বলেন, আমরা দুজন এখন কথা বলি না। তবে মণিকর্ণিকা সিনেমাটি শুরু হওয়ার আগে আমরা ভীষণ ভালো বন্ধু ছিলাম। কঙ্কনার পরিবারের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। কঙ্কনার বাবা-মা এবং বোন আমাকে ভীষণ ভালোবাসতেন।
আরও পড়ুন: অস্কারের লড়াইয়ে অনুজা, পাশে থাকতে কার্য নির্বাহী প্রযোজক হিসাবে যোগ দিলেন প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শত্রুঘ্নকে দেখেই পা ছুঁয়ে প্রণাম! সোনাক্ষীর বাবার চেয়ে বয়সে কত ছোট রেখা?
অভিনেতা আরও বলেন, আমি সব সময় একটি নিয়ম মেনে চলি। আমি যখন কারোর ঘনিষ্ট হই, পরে যখন তার সঙ্গে কোনও সম্পর্ক থাকে না, তার মানে এই নয় আমি তার বিরুদ্ধে কথা বলব। মানুষ অনেক কিছুই হয়তো বলেছে, কিন্তু আমি কখনও ওর বিরুদ্ধে কথা বলিনি। ও আমার সঙ্গে যা করেছে, এটা ওর বোকামি ছিল। তবে ও খারাপ মানুষ নয়।
মণিকর্ণিকা পর কঙ্কনার তরফ থেকে আর কোনও সিনেমার অফার এসেছিল কিনা জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, না আমার সঙ্গে আর ওর কোনও কথা হয়নি। আমাদের দুজনের কমন ফ্রেন্ড আমাদের দেখা করানোর চেষ্টা করেছিল অনেকবার কিন্তু ব্যর্থ হয়েছে। অনেকে মনে করেছিলেন আমি কঙ্গনার সঙ্গে সমস্যার কারণে সিনেমাটি ছেড়েছিলাম কিন্তু সেটা ঠিক নয়। সিম্বার প্রতি পেশাদারিত্ব প্রতিশ্রুতি রাখার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।
আরও পড়ুন: কালো মনোকিনিতে যেন জলপরী আলিয়া! থাইল্যান্ড ট্রিপে কত খরচ করলেন রালিয়া?
আরও পড়ুন: হৃতিকের আসল পদবিই নয় রোশন! নায়কের পরিবারের অজানা গল্প নিয়ে নেটফ্লিক্সের ডকু-সিরিজ ‘দ্য রোশনস’
প্রসঙ্গত, ২০১৯ সালে কঙ্গনা পরিচালক কৃষ জগলামুদির কাছ থেকে মণিকর্ণিকা সিনেমাটির পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। তারপরেই অজ্ঞাত কোনও কারণে সোনু সুদের সঙ্গে সমস্যা তৈরি হওয়ায় অভিনেতা সিনেমা ছেড়ে চলে যান। সেই সময় কঙ্কনা দাবী করেছিলেন, মহিলা পরিচালকের অধীনে কাজ করতে সমস্যা থাকায় সোনু সিনেমায় কাজ করতে অস্বীকার করেন। তবে এই অভিযোগ সোনু অস্বীকার করেছিলেন।