Padma Bhushan Mithun Chakraborty: জীবনের গোড়ার দিকে বিরাট লড়াই, বলিউডে বিরাট চাপ, মিঠুনের এই জীবনের কথা কমই জানা যায় Updated: 26 Jan 2024, 12:30 PM IST Anulekha Kar Padma Bhushan Mithun Chakraborty: কেরিয়ারের গোড়ায় বিরাট লড়াই করতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। বলিউডে কোনও গডফাদার ছিল না। তাই পড়তে হয়েছিল ব্যঙ্গের মুখেও। পদ্মভূষণ মিঠুন চক্রবর্তীর সেই জীবনের কথা হয়তো অনেকেই জানেন না।