এবারের বিশ্বকাপে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে ভারত। প্রতিটি ম্যাচে জিতে সেমি ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। ব্যাটে বলে এবার আগুন ঝরাচ্ছে রোহিত শর্মার টিম। আর এমন সময় বিতর্কিত মন্তব্য করে বসলেন মহম্মদ শামির স্ত্রী। জানালেন এই ভারতীয় পেসার যতদিন টিমে রয়েছেন ততই ভালো তাঁদের ভবিষ্যতের জন্য। একই সঙ্গে জানান তিনি ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেও তাঁর স্বামীকে তিনি মোটেই শুভেচ্ছা জানাবেন না।
বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি শামি। কিন্তু তারপর সুযোগ পেয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বর্তমান টিমের সেরা বোলার। তাঁর বোলিং দক্ষতার জোরেই তিনি ৪টি ম্যাচে ১৬টা উইকেট নিয়েছেন। বর্তমানে তাঁর গড় ৭.০০। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামির পারফরমেন্স নজর কেড়েছে।
আরও পড়ুন: 'ভারত তো কালো জাদু করে জিতছে...', পাকিস্তানি টিমের নজর লেগেছে, দাবি পাক অভিনেত্রীর
আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের মাঝেই চালেয়ার হুক স্টেপ! আর কোন গানে নাচলেন বিরাট?
কী বলছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান?
হাসিন জাহান এদিন একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁর স্বামী যদি দেশের জন্য ভালো খেলে তাহলে তিনি মোটা টাকা আয় করতে পারবেন, এবং তাতে আখেরে লাভ হবে হাসিন এবং তাঁর মেয়ে আয়রার। তাঁর কথায়, 'যাই হোক, ভালো খেলছে। ভালো খেললে টিমে থাকবে, ভালো আয় করবে। আর তাতেই আমাদের ভবিষ্যত সুরক্ষিত হবে।'