অভিজিৎ ভট্টাচার্য মাঝে মধ্যেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন। কিছুদিন আগে তিনি সুপারস্টার সিঙ্গার সিজন ৩ তে অতিথি হয়ে এসেছিলেন। সেখানে এসেই তিনি একটি বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন বিয়ে বাড়িতে গান গাওয়া উচিত নয় গায়কদের। সেখানে গান গাইলে নাকি গায়কদের মর্যাদা কমে যায়! অভিজিৎ এই কথা বলার পরই তৎক্ষণাৎ নেহা কক্কর সেই অপমানজনক কথার বিরোধিতা করেন। শুধু তিনি নয়, সাধারণ মানুষ থেকে গায়ক গায়িকারাও তাঁর এই কথার বিরোধিতা করেছেন। আর সেই কথাকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাহুল বৈদ্য। তিনি কি সমর্থন করলেন অভিজিৎ ভট্টাচার্যকে?
অভিজিৎ ভট্টাচার্যের এই মন্তব্য প্রসঙ্গে কী বললেন রাহুল বৈদ্য?
রাহুল বৈদ্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্যের এই মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন। তিনি অভিজিৎকে বিয়ে বাড়িতে গান গাওয়া মন্তব্য নিয়ে একহাত নিয়ে বললেন, 'বিয়ে একটা সুন্দর অনুষ্ঠান, সেখানে সকলে আনন্দ করেন। দুটো মানুষ এই বিশেষ দিনে তাঁদের নতুন জীবন শুরু করেন। আর এমন একটি অনুষ্ঠানে কোনও গায়ক গান গাইলে ক্ষতি কী?'
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
আরও পড়ুন: ভারতের সবথেকে ব্যয়বহুল ছবি রণবীরের ‘রামায়ণ’! কত কোটি খরচ করে বানানো হচ্ছে নীতীশের ছবি?
তিনি এদিন একই সঙ্গে এই বিষয়ে বলেন, 'আমার মনে হয় এমন একটা অনুষ্ঠানে কেউ গান গাউকে তাঁর স্টেটাস বা সম্মান কোনওটাই নষ্ট হয়ে যায় না। কোনও কাজই ছোট নয়। তবে অনেকে মনে করেন বিয়ে বাড়িতে গান গাইলে ইগোর সমস্যা হয়।'
অভিজিৎ ভট্টাচার্য যতই বলুন বিয়ে বাড়িতে গান গাওয়া উচিত নয় রাহুল এদিন তাঁর বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন তিনি নিজে বিয়ে বাড়িতে গান গাইতে ভালোবাসেন। আগামীতেও গান গাইবেন।
অভিজিতের উদ্দেশ্যে কী জানালেন রাহুল?
এদিন রাহুল বৈদ্য তাঁর মন্তব্যে একপ্রকার অভিজিৎকে একহাত নিয়েছেন। বর্ষীয়ান গায়কের উদ্দেশ্যে তিনি বলেন, 'ওঁর গুণকে আমি সম্মান করি। উনি প্রতিভাবান শিল্পী। কিন্তু উনি যে ভাবে সব কিছু দেখেন বা ভাবেন সেটার সঙ্গে আমার মেলে না।'