রাখি সাওয়ান্ত কোনও ‘নাটক’ করছেন না, তিনি সত্যিই অসুস্থ। একথা শনিবারই হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে স্পষ্ট হয়েছিল। টাইমস নাউ-কে শনিবার নক্ষত্র মাল্টিস্পেশালিটি হাসপাতালের তরফে জানানো হয়, ওইদিন দুপুরে রাখির অস্ত্রোপচার হবে। অভিনেত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন।
এবিষয়ে রাখির প্রথম প্রাক্তন স্বামী রীতেশ সিং-ও জানিয়েছিলেন, রাখির জরায়ুতে ১০ সেন্টিমিটারেরও বেশি বড় টিউমার রয়েছে। এবার হাসপাতাল থেকে OT-তে যাওয়ার সময় রাখির ভিডিয়ো পোস্ট করেছেন রীতেশ। রীতেশ যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে রাখিকে হাসপাতালের পোশাকে, OT ক্যাপ পরে হুইলচেয়ারে বসে অপারেশন থিয়েটারের যেতে দেখা যায়। তবে সেই ভিডিয়োটি ওটি রুমের সামনে গিয়ে শেষ হয়ে যায়।
এই ভিডিয়োর ক্যাপশানে রীতেশ লিখেছিলেন, ‘কান্না পাচ্ছে সঙ্গে ভয়ও লাগছে। তবে উপরওয়ালার প্রতি আমার বিশ্বাস আছে, উনি খারাপ কিছু করবেন না। রাখি এখন অপারেশন থিয়েটারে যাচ্ছেন। ওর এই সময়টা নিজের মায়ের কথা ভীষণ মনে পড়ছে। উনি সকলকে প্রার্থনা করার অনুরোধ করেছেন।’