সোশ্যাল মিডিয়ায় যে কোনো পোস্টই করুন না কেন টলি প্রযোজক রাণা সরকার, তাঁকে কমেন্টে বেশিরভাগ সময় একটাই প্রশ্ন করা হয়, আর তা হল ‘ধূমকেতু’ কবে আসবে। দেব-শুভশ্রী জুটির শেষ ছবি এটি, বরাবর এটিকে নিজের করা সেরা কাজ বলে ঘোষণাও করে এসেছেন দেব, কিন্তু নানা সমস্যার কারণে ছবির মুক্তি আটকে।
শুক্রবার ২০ ডিসেম্বর রাণা ফেসবুকে লিখলেন, ‘ধূমকেতু রিলিজ হবে…’। তবে সঙ্গে শর্ত, ‘খাদান আর সন্তান দুটো সিনেমাই সুপারহিট হলে। দেব ও শুভশ্রী দুজনকেই সুপারহিট করতে হবে। #DeSu fans দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমাকে রিলিজ করাতে হলে সবাই সিনেমা হলে গিয়ে দুটো সিনেমাকেই সুপারহিট করুন।’
আরও পড়ুন: পুষ্পা ২, স্ত্রী ২ নাকি কল্কি! ২০২৪ সালে কার টিকিট সবচেয়ে বেশি বিক্রি, রিপোর্ট দিল বুক মাই শো
২০১৬ সালে শ্যুটিং হয় এই ছবির। কিন্তু নানা কারণে গত ৮ বছর ধরে মুক্তি পিছিয়েছে। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রানা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। এখন দেখার তাঁর কথা কতটা সত্যি হয়। করণ এর আগেও ধুমকেতু নিয়ে তিনি আশার আলো দেখিয়েছেন।তবে সেটা বাস্তবে খুব একটা কার্যকরী হয়নি।
আরও পড়ুন: ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’র গোলুমোলু রাম কাপুর আর নেই! ৪৭কেজি ওজন কমিয়েছেন, কী ছিল তাঁর ডায়েট
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেছিলেন এই ছবির। ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। বহুদিন ধরেই দেব-শুবশ্রীর ভক্তরা বারবার জানতে চেয়েছেন কবে আসবে ধুমকেতু। আজ ফের সেটার উত্তর মিলল। এখন দেখার সন্তান ও খদানের সাফল্যের পর আদৌ ধূমকেতু আসে কি না!
আরও পড়ুন: আরাধ্যায় মোহিত ঐশ্বর্য, আব্রামকে দেখে একই হাল শাহরুখের, কোন বয়সে মা-বাবা হয়েছেন এই ২ তারকা
দেবকে যতবার এই ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন- ‘অন্যদের মতো আমিও চাই ছবিটা মুক্তি পাক’। যদিও ছবি মুক্তি নিয়ে তিনি বরাবরই বল রাণার দিকেই ঠেলে দিয়েছেন। এমনকী, খাদানের প্রচারেও এই ছবি নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেতার জবাব ছিল, ‘আপনারা রাণা সরকারকে ফোন করে নিন। আমার কাছে ওঁর নম্বর নেই’। শোনা যায়, ছবির দুই যৌথ প্রযোজক এবং দেব ও রাণা সরকারের মধ্যে বাকবিতণ্ডার জেরেই এত লম্বা সময় ধরে ঝুলে রয়েছে ছবির মুক্তি। তবে, ধূমকেতুকে বাদ দিলে শুভশ্রীর সঙ্গে দেবের শেষ ছবি ‘খোকা ৪২০'। তারপর থেকে দুজনে আর কাজ করেননি।