মুক্তির পর দশম সপ্তাহ পার করেও সাফল্যের সঙ্গে সিনেমাহলে চলছে 'বহুরূপী'। এখনও সিনেমাহলে হাউস ফুল উইনডোজ প্রোডাকশনের পুজোর এই ছবি। পুষ্পা ২ ঝড়ের মাঝেও বহাল 'বহুরূপী' ম্যাজিক! তাই ছবি সাফল্য উদযাপন হবে না তাও কি হয়! সেই পার্টিতে ছিল চাঁদের হাট। কে না ছিলেন সেখানে ছবির অভিনেতা-অভিনেত্রী সহ কলাকুশলীরা তো ছিলেনই, এছাড়াও আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার আরও অনেকেই।
সেই পার্টিতেই একান্তে লেন্সবন্দি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পার্টিতে সবুজ স্লিভলেস ব্লাউজের সঙ্গে মানানসই কালো শাড়িতে মোহময়ী দেখাচ্ছিল ঋতুপর্ণাকে। 'বহুরূপী'র ভাইরাল ‘ডাকাতিয়া বাঁশি’র তালে ঠুমকা লাগালেন তিনি। তাঁর সঙ্গী তখন ঋতাভরী চক্রবর্তী। একসঙ্গেই নাচছিলেন ঋতুপর্ণা-ঋতাভরী। তবে নাচের মাঝে ‘ঠুমকা’ দিয়ে স্পটলাইট কাড়লেন 'ঋতু'। যা দেখে নেটপাড়া বলছেন, 'ঋতুপর্ণার নাচের কাছে ঋতাভরী এক্কেবারেই ম্লান…'।
আরও পড়ুন-ফের কাছাকাছি শাহিদ-করিনা, অজন্তেই তৈরি হয়ে গেল 'জব উই মেট'-এর সেই মুহূর্ত! তারপর?
আরও পড়ুন-'সংসদেও বাইসেপ দেখাতে চলে আসেন…', রাহুল গান্ধীকে 'জিম ট্রেনার' বলে বসলেন কঙ্গনা রানাওয়াত
আরও পড়ুন-ঘিরে একদল লোক! ‘জয় শ্রীরাম’ বলে বাবাকে ফোন করতে বললেন সইফ-পুত্র ইব্রাহিম