সারা তেন্ডুলকার নিজের কেরিয়ার এখনও সেইভাবে গড়ে তুলতে না পারলেও তিনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণ অ্যাকটিভ। মাঝে মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন তিনি। শচীন তেন্ডুলকারের কন্যা হওয়ার সুবাদে সারার ফ্যান ফলোয়িং সংখ্যাও কিন্তু নেহাত কম নয়।
কিছুদিন আগেই ভাইয়ের সঙ্গে বিদেশ ঘুরতে গিয়েছিলেন সারা। জীবনের প্রথম এমন আউটিং যেখানে শুধুমাত্র দুই ভাই বোন ঘুরতে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই ট্রিপ ভীষণ স্পেশাল ছিল দুই ভাই বোনের কাছে। মোটামুটি এরকম ছোট বড় সমস্ত অ্যাডভেঞ্চার ২০২৪ সালে করতে চেয়েছিলেন সারা, আর এই কথাই তিনি সম্প্রতি জানালেন একটি পোষ্টের মাধ্যমে।
আরও পড়ুন: আদিত্যর প্রেমে নিজেকে বদলেও মেলেনি সুখ! বছর শেষে নতুন প্রেমে সিলমোহর অনন্যার?
আরও পড়ুন: ২১ শতাব্দীর সেরা অভিনেতার লিস্টে SRK-অমিতাভ নন, একমাত্র ভারতীয় বলিউডে এই খান
বর্ষশেষের উৎসব সকলের কাছেই ভীষণ স্পেশাল হয়। কেউ পিকনিক করতে ব্যস্ত থাকেন কেউ আবার নিজের মতো করে সময় কাটাতে। কিন্তু সাদামাটা ভাবে ২০২৪ শেষ করতে চান না সারা। তিনি চান, ২০২৪ সালের শেষ দুটো দিনও যেন তিনি নতুনত্ব কিছু করতে পারেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একটি অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আপনি। নদী এবং সবুজের সমারোহের মধ্যে একটি সাদা রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরে দাঁড়িয়ে থাকলে দেখা যায় শচীন কন্যাকে। ছবিতে সারার সঙ্গ দিয়েছে একটি ঘোড়া।
অসম্ভব সুন্দর এই ছবিটির এটি অসম্ভব সুন্দর ক্যাপশনও দিয়েছেন সারা। লিখেছেন, trying every adventure I can before 2024 ends অর্থাৎ ২০২৪ শেষ হওয়ার আগে আমি চেষ্টা করছি সমস্ত রোমাঞ্চকর জিনিস ট্রাই করতে। হ্যাঁ, ঠিক এই ভাবেই ২০২৪ শেষ করতে চান তিনি। প্রতিদিন নতুন নতুন রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হতে চান সারা।
আরও পড়ুন: রুক্মিণীকে পাশে নিয়েই বিয়ের জন্য মেয়ে খুঁজছেন দেব! পাত্রীর কী কী গুণ থাকা চাই?
আরও পড়ুন: শীতের শহরে ধ্রুপদের মুর্চ্ছনা!উত্তম মঞ্চ সুরে উদ্ভাসিত করল আনন্দী ক্ল্যাসিক্যালস