গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে নিশ্চয় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ইমনের গান, গায়কীতে মুগ্ধ, এমন অনেকেই রয়েছেন। আর এবার এই শীতের মরসুমে আর সব গায়ক-গায়িকাদের মতোই জমিয়ে কনসার্ট করছেন ইমন। সেই কনসার্টগুলিতে প্রিয় গায়িকার গান শুনতে ভিড় করছেন অনেকে। তেমনই এক কনসার্টে প্রেম ভাঙার কথা বলে বসলেন ইমন! কিন্তু হঠাৎ কেন বললেন একথা…।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গায়িকা ইমন চক্রবর্তীর সেই ভিডিয়ো। ইমন বলেন, ‘আপনাদের যদি কারোর মন ভেঙে থাকে, তাহলে একটা কথা মাথায় রাখবেন, একটা তালা ও একটা চাবি, দুটোই খুব ভালো। যদি প্রেম ভাঙে তবে জানবেন, এই চাবিটা হয়ত এই তালার জন্য নয়।’ গায়িকার মুখে এমন কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন বহু শ্রোতা। আর ঠিক তখনই ইমন গেয়ে ওঠেন, ‘তুমি যাকে ভালোবাসে…’। ইমনের সঙ্গে এই গানে গলা মেলান শ্রোতারাও।
আরও পড়ুন-বাবা অসুস্থ, শাশুড়ির অস্ত্রোপচার, সঙ্গে ২ ছোট্ট সন্তানের যত্ন, কঠিন পরিস্থিতিতে বাঙালি কন্যে দেবিনা
আরও পড়ুন-'নতুন বিয়ে শালের কী প্রয়োজন!' এমন কথায় লজ্জা পেলেন আরবাজ, সলমন বললেন, ‘কিন্তু আমার তো হয়নি…’
আরও পড়ুন-'জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি…সব তালা সব চাবির জন্য নয়', স্বামীর সামনেই অকপট ইমন