সলমন খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। তবে তারকা সন্তান হওয়া সত্ত্বেও কেরিয়ারের প্রথমদিকে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েও হারিয়েছিলেন তিনি। কেন নায়িকার চরিত্র থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল সোনাক্ষীকে?
সম্প্রতি হাউটার ফ্লাই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে আলাপচারিতায় বডি শেমিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, আমার মনে আছে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যার পর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম। শুধুমাত্র মোটা হওয়ার কারণে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেওয়া হয়নি আমাকে।
আরও পড়ুন: বলিউডে ১০ বছর ভূমির, বহিরাগত হওয়ায় সমস্যার বদলে সুবিধা হয়েছিল! কী বললেন নায়িকা?
আরও পড়ুন: ‘ভারতে থাকলে আমি কখনও..’, কী এমন কাজ যা শুধু বিদেশে গিয়েই করেন সোনাক্ষী?
শত্রুঘ্ন কন্যা বলেন, অতিরিক্ত ওজন থাকার কারণে আমাকে বলা হয়েছিল, প্রধান চরিত্রে আমাকে একেবারেই ভালো মানাবে না। পার্শ্ব চরিত্র বা একটি ছোট চরিত্রে অভিনয় করার কথা বলা হয়েছিল আমাকে। সেদিন আমি ভীষণ ভেঙে পরি মানসিকভাবে।
জাহির পত্নী বলেন, আমার এখনও মনে আছে সেদিন আমার মাসি আমার বাড়িতে ছিলেন। আমি বাড়ি ফিরে মাসির কোলে শুয়ে কাঁদতে কাঁদতে বলি, কেন ঈশ্বর আমার সঙ্গে এমন করলেন? বারবার নিজেকে প্রশ্ন করছিলাম। চিৎকার করে কান্নাকাটি করছিলাম। যদিও পরের দিন অনেকটা সামলে উঠেছিলাম আমি। কিন্তু সেদিনের কথা আমি কোনওদিন ভুলিনি।
২০২৪ সালে নেটফিক্স-এ মুক্তিপ্রাপ্ত ‘হীরামান্ডি: দ্যা ডায়মন্ড বাজার’ নামক একটি সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সোনাক্ষী। এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
গতবছর আরও একটি কারণে ভীষণ স্পেশাল সোনাক্ষীর কাছে। বহুদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছিলেন তিনি। প্রথমদিকে পরিবারের মত না থাকলেও পরবর্তীকালে সকলের উপস্থিতিতেই বিয়ের সারেন অভিনেত্রী।