দু'দিন আগেই পুণেতে শো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনু নিগম। গান গাইতে গাইতেই যন্ত্রণায় মুষড়ে পড়েন তিনি। এরপর শিরদাঁড়ার যন্ত্রণায় ছটফট করতে থাকেন সোনু। মঞ্চ থেকে নেমে এক্কেবারেই বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। শুয়ে শুয়েই ভিডিয়ো বার্তায় সকলকে বিষয়টি জানান।
তবে ঘটনায় দু'দিন পরই ফের মঞ্চে উঠলেন সোনু। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এস্টেটের সদ্য উদ্বোধন হওয়া ওপেন এয়ার থিয়েটারে পারফর্ম করেন সোনু নিগম। রাষ্ট্রপতি নিজেই সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন।
X হ্যান্ডেলে একটি পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবিগুলি পোস্ট করে লেখেন, ‘জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক শ্রী সোনু নিগম রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রপতি ভবন দিবস উপলক্ষে সদ্য উদ্বোধন হওয়া ওপেন এয়ার থিয়েটারে পারফর্ম করেন তিনি।’
আরও পড়ুন-টেকনিশিয়ান বিরোধী কথা বলেছেন, অভিযোগে ফেডারেশনের কোপে পরিচালক শ্রীজিৎ, বন্ধ শ্য়ুটিং
আরও পড়ুন-সিদ্ধার্থ চোপড়ার বিয়ে, ভাই-এর বিয়ের প্রস্তুতির নানান ছবি দিলেন প্রিয়াঙ্কা, হাজির তাঁর শ্বশুর-শাশুড়িও