বর্তমানে স্বামী রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভানের সঙ্গে আমেরিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখান থেকে রোজই কিছু না কিছু আপডেট ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। এদিন দেখালেন রাজ পুত্রের সময় সেখানে কীভাবে কাটছে। ছেলের কাণ্ড কীর্তির ঝলক পোস্ট করে কী লিখলেন অভিনেত্রী?
আরও পড়ুন: নতুন রূপে নতুন ভাবে ফিরছে আসমা - অর্ণব! ‘প্রিয় বন্ধু’ নিয়ে শহরে আসছেন অঞ্জন, কবে কোথায় হবে শো?
কী ঘটেছে?
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে রাস্তায় বসে আছে ছোট্ট ইউভান। তার হাতে নানা ধরনের চক, রং। সে রাস্তা জুড়ে নিজের মতো আঁকছে। তাতে কখনও গাছ দেখা যাচ্ছে তো কখনও আবার বাড়ি ঘর বা অন্য কিছু। বিদেশে গ্রাফিতি বিষয়টা ভীষণই বিখ্যাত। এদিন যে ছোট্ট ইউভানকেও সেই একই রকম গ্রাফিতি বানাতে দেখা গেল। তবে দেওয়ালের বদলে রাস্তায়।
আরও পড়ুন: কালবৈশাখীতে ঝরে থেঁতলে যাওয়া আম কেবলই রূপক! সমাজকে কোন বার্তা দিলেন লাফটারসেন?
এই ভিডিয়ো পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন লেখেন, 'আমার জান।' ভিডিয়োর সঙ্গে জুড়ে দেন তারে জমিন পর ছবি থেকে সেই ছবির টাইটেল ট্র্যাক। তাঁর অনুরাগীরা এদিন এই ভিডিয়োকে ভালোবাসায় ভরিয়ে দেন।
এক ব্যক্তি লেখেন, 'ওমা কী মিষ্টি!' কেউ আবার লেখেন, 'ও বাবা! ইউভান তো তবে বড় হয়ে গেল। কত কী এঁকেছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুব সুন্দর গ্রাফিতি হয়েছে।' যদিও আবার কেউ কেউ এভাবে রাজপথে আঁকার জন্য, সেখানটা 'নোংরা' করার জন্য কথাও শুনিয়েছেন।
প্রসঙ্গত রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। সেখান থেকে ছবিও পোস্ট করেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে সৌরসেনী মৈত্রকেও দেখা গিয়েছিল। শুধু তাই নয়, সেখান থেকে তাঁরা ডিজনিল্যান্ডও ঘুরতে যান। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: বিরাট লোকসান জেনেও কনসার্ট বাতিল! পহেলগাঁও সহ কোন কোন ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছিলেন অরিজিৎ?
আরও পড়ুন: টলিউডের নায়িকাদের জন্য বিশেষ আমন্ত্রণ পত্র! আরিয়ানের পার্টিতে মিমি - শুভশ্রী সহ ডাক পেলেন কারা?