বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরুভাই আম্বানি স্কুলের অ্যানুয়াল ফাংশনে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, শাহরুখ খান, গৌরী খান, করিনা ও শাহিদ কাপুর-সহ বলিউডের অনেক তারকা। নিজেদের সন্তানদের অনুষ্ঠান একমনে উপভোগ করতে দেখা গের সেলিব্রিটি মা-বাবাদের। আর সেরকম কয়েকটি ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
আরাধ্যা-আব্রামকে রেকর্ড করলেন ঐশ্বর্য-শাহরুখ
একটি ক্লিপে ঐশ্বর্য ও অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চনকে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়। হাসিমুখে ঐশ্বর্য নিজের ফোনে আরাধ্যা বচ্চনের পারফরম্যান্স রেকর্ড করেন। আরেকটি ভিডিওতে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রাম খানকেও আরাধ্যার সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে। আর ঠিক ঐশ্বর্যর মতো শাহরুখ খানও নিজের ছোট ছেলের কাণ্ড ফোনে রেকর্ড করে নিলেন।
আরও পড়ুন: খাদান-জ্বরে বাঙালি, দেবের হুঙ্কার বক্স অফিসে! রাত ২টোয় ১ম শো হাউজফুল, বাজল ঢাকঢোল, হল জমিয়ে নাচ
ঐশ্বর্য-অভিষেক-অমিতাভ একসঙ্গে
ঐশ্বর্য ঘটনাস্থলে পৌঁছে, অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে যোগ দেন। পাপারাৎজিদের তোলা ভিডিয়োতে দেখা যায়, ভেতরে ঢোকার সময় বউ ঐশ্বর্যর হাত ধরে রয়েছেন অভিষেক বচ্চন। ভিডিয়োতে আবার বর্ষীয়ান অভিনেতা, শ্বশুর অমিতাভ বচ্চনকে আগলে রাখতে দেখা যায় ঐশ্বর্যকে। কয়েক মাস ধরে বচ্চন পরিবারের দাম্পত্য জীবনে ঝামেলা জায়গা করে নিয়েছিল খবরে, সোশ্যাল মিডিয়াতে। তবে এখন পরিস্থিতি অনেকখানিই স্বাভাবিক।
আরও পড়ুন: ‘বিয়ে হয়ে গেছে, আমার শুধু সন্তান চাই…’, মা-র অমতে সহবাস, দীপঙ্করকে পাশে নিয়েই বলললেন অহনা
শাহরুখের সঙ্গে ছিলেন গৌরী, সুহানা
একটি ক্লিপে শাহরুখ ধীরুভাই আম্বানি স্কুলের বাচ্চাদের সঙ্গে নাচছিলেন। স্কুলের অনুষ্ঠানে শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে সুহানা খানও। অনুষ্ঠানের জন্য সুহানা একটি কালো পোশাক পরেছিলেন। শাহরুখকে নীল শার্ট এবং কালো প্যান্টে দেখা গিয়েছে। গৌরীর পরনে ছিল সাদা স্যুট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, মীরা রাজপুত, করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা।
আরও পড়ুন: ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’র গোলুমোলু রাম কাপুর আর নেই! ৪৭কেজি ওজন কমিয়েছেন, কী ছিল তাঁর ডায়েট
কোন বয়সে মা-বাবা হন শাহরুখ ও ঐশ্বর্য?
বরাবরই মেয়ে আরাধ্যা বলতে পাগল ঐশ্বর্য। এমনকী, কাজের জন্য বাইরে গেলেও, সঙ্গে থাকে মেয়ে। ২০১১ সালে যখন প্রথম সন্তান নেন ঐশ্বর্য তখন তাঁর বয়স ৩৮। আর শাহরুখের বেশি বয়সেরই সন্তান আব্রাম। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম। ছোট ছেলের জন্মের সময় শাহরুখের বয়স ছিল ৪৯। তবে কিং খান প্রথমবার বাবা হন মাত্র ৩২ বছরে, আর মেয়ের জন্মের সময় তাঁর বয়স ছিল ৩৪।