১৯ বছর বয়সেই না ফেরার দেশে দঙ্গল ছবির ছোট ববিতা ওরফে সুহানি ভাটনগর। সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছেন তাঁর এই মৃত্যুর খবরে। এই খবর পাওয়ার পর কী বললেন তাঁর সহকর্মী তথা দঙ্গল ছবির ছোট গীতা ফোগাট ওরফে জায়রা ওয়াসিম?
সুহানির মৃত্যুর পর কী বললেন জায়রা ওয়াসিম?
জায়রা ওয়াসিম এদিন সুহানি ভাটনগরের মৃত্যুর খবর পেয়ে বন্ধু তথা সহকর্মীর স্মৃতিতে ডুব দিলেন টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি জানান, 'আমি খবরটা পেয়েছি। এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। এটা যদি মিথ্যে হতো, ভুয়ো হতো খুশি হতাম। খবরটা পাওয়া মাত্রই আমরা একসঙ্গে যত ভালো সময় কাটিয়েছি সব মনে পড়ে গেল। ভীষণ ভালো মানুষ ছিল, আমাদের একসঙ্গে অনেক ভালো স্মৃতি আছে। আমি ভাবতেই পারছি না ওর বাবা মা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইশ্বর ওঁদের শক্তি দিন।'
আরও পড়ুন: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?
আরও পড়ুন: ‘বড়লোকের বিটি লো’ গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের, যোগ্য সঙ্গত তিমির - শিলাজিৎ - জয়জিতের
তিনি এদিন টুইটও করেন বন্ধুকে নিয়ে। তিনি এদিন তাঁর টুইটে লেখেন, 'আমি অত্যন্ত শকের মধ্যে আছি সুহানি ভাটনগরের খবরটা পেয়ে। এই কঠিন সময়ে আমার সম্পূর্ণ সাপোর্ট ওর বাবা মায়ের সঙ্গে আছে। আমি ভাষা খুঁজে পাচ্ছি না।'
আরও পড়ুন: 'পাঁচ বছর থেকে ব্লাইন্ড স্কুলে...' দৃষ্টি নেই, আছে সুর, দিদি নম্বর ওয়ানে শিবানীর গানে মুগ্ধ রচনা বললেন কী?
আরও পড়ুন: 'এমা প্যান্ট পরেনি...' শুধু টপ পরে তোপের মুখে সোহিনী! তুলোধনা করে কী বলছে নেটপাড়া?
দঙ্গল প্রসঙ্গে
২০১৬ সালে মুক্তি পেয়েছিল দঙ্গল। এই ছবিতে মহাবীর ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল আমির খানকে। অন্যান্য চরিত্রে ছিলেন সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ প্রমুখ। ছোট ববিতার চরিত্রে ছিলেন সুহানি ভাটনগর। আর গীতার চরিত্র জায়রা ওয়াসিম। ১৭ ফেব্রুয়ারি মারা যান সুহানি ভাটনগর।