বাংলা নিউজ > টুকিটাকি > Omicron symptoms: জ্বর, কাশি, গলাব্যথা আছে? ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন কি না, বুঝবেন কীভাবে?
পরবর্তী খবর
ইদানিং অনেকেই জ্বর হচ্ছে বলে জানাচ্ছেন। এতদিন করোনা পরিস্থিতিতে ভয় তো ছিলই। এখন আবার যোগ হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়। কিন্তু কীভাবে বুঝবেন ওমিক্রন হয়েছে কিনা?
ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। তবে বেশিরভাগ বিশেষজ্ঞরাই বলছেন, নতুন স্ট্রেনের উপসর্গগুলি কোভিডের পরিচিত লক্ষণগুলির থেকে কিছুটা আলাদা।
আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, কোভিড-এর নতুন সুপার মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমিত ব্যক্তিদের কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। এর মধ্যে একটাই বেশ কমন। তা হল গলাব্যথা।
আরও পড়ুন : Airtel: মাসে ৯৯ টাকা দিলেই আপনার বাড়ি পাহারা দেবে এয়ারটেল