বাংলা নিউজ > টুকিটাকি > Ramadan 2025 Moon Sighting Highlights: চাঁদ দেখা গেল সৌদি ও UAE-তে, শনিবার থেকেই শুরু রমজান মাস, ভারত ও বাংলাদেশে কবে?
Ramadan 2025 Moon Sighting Highlights: চাঁদ দেখা গেল সৌদি ও UAE-তে, শনিবার থেকেই শুরু রমজান মাস, ভারত ও বাংলাদেশে কবে?
3 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2025, 08:31 PM ISTAyan Das
Ramadan 2025 Moon Sighting Highlights: সৌদি আরবে চাঁদ দেখা গেল। চাঁদ দেখা গেল সংযুক্ত আরব আমিরশাহিতেও। ফলে শনিবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে কী হবে? সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন।
Ramadan 2025 Moon Sighting Highlights: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে দেখা গেল চাঁদ। আর তার ফলে শনিবার থেকেই সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তাছাড়াও বিশ্বের একাধিক দেশে শনিবার থেকেই রোজা রাখতে শুরু করবেন। তবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে রবিবার থেকে পবিত্র রমজান মাসের সূচনা হবে। যা হিজরি ক্যালেন্ডারের নবম মাস হল রমজান মাস। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা রোজা (উপবাস) রাখেন। চাঁদ দেখা সংক্রান্ত টাটকা আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
28 Feb 2025, 08:31 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: চাঁদ দেখা গেল সৌদিতে, শনিবার থেকেই শুরু রমজান মাস
রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবে দেখা গেল চাঁদ। আর তার ফলে শনিবার (১ মার্চ) থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের সূচনা হচ্ছে। অর্থাৎ ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের প্রথম দিন হল ১ মার্চ। শনিবার থেকেই রোজা রাখতে শুরু করবেন।
28 Feb 2025, 08:21 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: সৌদিতে কবে থেকে রমজান মাস শুরু? বোঝা যাবে একটু পরেই
সৌদি আরবে কবে থেকে শুরু হবে পবিত্র রমজান মাস? আর কিছুক্ষণের মধ্যেই সেটা বোঝা যাবে। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই সেই ঘোষণা করা হবে। সৌদিতে যেদিন পবিত্র রমজান মাসের সূচনা হয়, সেদিন থেকেই অনেক জায়গায় রমজান মাসের সূচনা হয়।
28 Feb 2025, 08:16 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: শ্রীলঙ্কায় চাঁদ দেখা গেল না আজ
রমজান মাস শুরু হওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার মানুষকে। কলম্বো গ্র্যান্ড মসজিদের তরফে জানানো হয়েছে. শুক্রবার শ্রীলঙ্কার কোনও জায়গায় চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে না। রবিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
28 Feb 2025, 08:06 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: চাঁদ দেখা গেল আরও ১টি দেশে, শনি থেকেই শুরু রমজান মাস
আরও একটি দেশে চাঁদ দেখা গেল। ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গিয়েছে। ফলে ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের সূচনা হবে। অর্থাৎ সেদিন রোজা রাখতে শুরু করবেন মুসলিমরা। সৌদি আরবে অবশ্য এখনও চাঁদ দেখা যায়নি।
28 Feb 2025, 07:52 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: দেশবাসীকে রমজান মাসের শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। যে দেশে শনিবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সৌদি আরব, ভারতে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে, তা বোঝা যাবে কিছুক্ষণের মধ্যেই।
28 Feb 2025, 07:40 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: আজই চাঁদ দেখা যাবে বলে আশা করছি, বললেন সৌদির মুখ্য জ্যোতির্বিজ্ঞানী
সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুখ্য জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ-আল-খুদাইরি বলেছেন যে 'আমরা এখন চাঁদ পর্যবেক্ষণের জায়গায় যাচ্ছি। আমরা আশা করছি যে আকাশ পরিষ্কার থাকবে।'
28 Feb 2025, 07:23 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: চাঁদ দেখা গেল না! শনিবার থেকে রোজা নয়, বলল লখনউ চাঁদ কমিটি
লখনউয়ে চাঁদ দেখা গেল না! লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি জানিয়েছেন যে আজ চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে পবিত্র রমজান মাসের সূচনা হচ্ছে না। আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হবে।
28 Feb 2025, 07:14 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: ভারতে শনিতেই রমজান মাস শুরু? কখন ঘোষণা করবে চাঁদ কমিটি?
রমজান মাসের চাঁদ কি দেখা গেল? আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে চূড়ান্ত ঘোষণা করবেন লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি। অর্থাৎ তখনই বোঝা যাবে যে কবে পবিত্র রমজান মাস শুরু হবে। যা ১৪৪৬ হিজরি সনের নবম মাস হবে।
28 Feb 2025, 07:01 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: চাঁদ দেখা যাবে আজ? একটু পরেই প্রক্রিয়া শুরু সৌদিতে
চাঁদ কি দেখা যাবে সৌদি আরবে? সেই অপেক্ষা চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা ছ'টা থেকে চাঁদ দেখার প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, রাত ৮ ট ৩০ মিনিট থেকে চাঁদ দেখার প্রক্রিয়া শুরু করা হবে।
28 Feb 2025, 06:49 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: চাঁদ দেখা নিয়ে বাংলাদেশে বৈঠক শনিবার, নেওয়া হবে সিদ্ধান্ত
বাংলাদেশে শনিবার থেকে সম্ভবত পবিত্র রোজা শুরু হচ্ছে না। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে যে শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। সেখানেই পবিত্র রমজান মাসের (১৪৪৬ হিজরি সনের) চাঁদ দেখার বিষয়ে আলোচনা করা হবে। নেওয়া হবে সিদ্ধান্ত। কোথাও চাঁদ দেখা গেলে সেই সংক্রান্ত তথ্য ফোন করেও জানানো যাবে। ফোন নম্বর- ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ০২-২২৩৩৮১৭২৫।
28 Feb 2025, 06:37 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: রমজান সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নম্বর চালু
'রমজান' হেল্পলাইন নম্বর চালু করেছে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া। সেখান থেকেই রোজা, সেহরি, নমাজ, ইফতার, তারাবির নমাজ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। নির্দিষ্ট ফোন নম্বর থেকে সেইসব তথ্য মিলবে। সেই নম্বরগুলি হল - 9415102947, 7007705774, 9140427677। আর ইমেল আইডি হল ramzanhelpline2005@gmail.com
28 Feb 2025, 06:20 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: আজই চাঁদ দেখা যাবে, আশাবাদী লখনউয়ের মারকাজি চাঁদ কমিটি
লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি জানিয়েছেন, আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে তারাবির নমাজ পাঠ করা হবে আজ রাতেই। আর মার্চ মাসের পয়লা দিন থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আর যদি শুক্রবার যদি চাঁদ না দেখা যায়, তাহলে ১ মার্চ তারাবির নমাজ পাঠ করবেন মুসলিমরা। ২ মার্চ থেকে রোজা রাখতে শুরু করবেন।
28 Feb 2025, 06:11 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: সৌদি, ভারত, বাংলাদেশে চাঁদ দেখা যাবে আজ? অপেক্ষায় মুসলিমরা
হিজরি ক্যালেন্ডারের নবম মাস হল রমজান মাস। যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ না দেখা যায়, তাহলে পবিত্র রমজান মাসের সূচনা হবে আগামী রবিবার থেকে। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা রোজা (উপবাস) রাখেন। আজ ভারত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে কি চাঁদ দেখা যাবে? সেই সংক্রান্ত টাটকা আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
28 Feb 2025, 06:11 PM IST
Ramadan 2025 Moon Sighting Live Updates: অস্ট্রেলিয়ায় চাঁদ দেখা গিয়েছে, ১ মার্চ থেকে শুরু রোজা
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে। তাই অস্ট্রেলিয়ায় ১ মার্চ থেকে রোজা শুরু হবে। আর যে যে দেশে আজ শুক্রবার চাঁদ দেখা যাবে না, সেখানে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২ মার্চ (রবিবার) থেকে।