একাধিক ইস্যুতে মতবিরোধ দেখা দেওয়ায় ঢাকা এবং দিল্লির দূরত্ব বেড়েছে বলে মনে করছেন অনেকেই। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো আছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শুধু তাই নয়, তাঁর আরও বক্তব্য ছিল, 'ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই'। ভারত নিয়ে ইউনুসের এই অবস্থান নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে। আর তার জবাবে তিনি 'ব্যাখ্যা' করলেন, ইউনুসেরই এই দাবিই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বরাবরের অবস্থান। (আরও পড়ুন: বাংলাদেশিদের 'হাহুতাশ', 'ভারত ভিসা না দিলে...', মুখ খুললেন বিদেশ উপদেষ্টা তৌহিদ)
আরও পড়ুন: সীমান্তপার ২টি রেল রুটে কাজ এগোবে, ভারতকে আশ্বাস প্রতিবেশী দেশের
আরও পড়ুন: USA-কে তাদেরই ভাষায় জবাব কানাডার, ট্রুডোকে 'অপমান' করে আরও আক্রমণাত্মক ট্রাম্প
ভারত নিয়ে ইউনুসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলাদেশি বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটাই কিন্তু আমাদের বরাবরের অবস্থান। আমিও বিভিন্ন সময়ে বলে এসেছি যে ভারতের সঙ্গে আমরা ভালো কর্মসম্পর্ক চাই। আর এটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই করতে চাই।' এদিকে তিনি আরও বলেন, 'আমরা আশা করি, ঢাকায় ভারতীয় হাইকমিশন সম্পূর্ণরূপে কার্যকর হবে। সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উভয় দেশেরই স্বার্থ রয়েছে এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস তা স্পষ্ট করে দিয়েছেন।' (আরও পড়ুন: ট্রাম্পের রুশ প্রীতির আবহে লাভ ভারতের? মস্কো সফরে যাচ্ছেন বিদেশ সচিব)
আরও পড়ুন: শরীরে-পোশাকে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার দক্ষিণী অভিনেত্রী
এর আগে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেছিলেন, 'বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনও অবনতি হয়নি। আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সেটার থেকে আমরা সরে আসতে পারব না। তবে মাঝখানে কিছু কিছু মেঘ দেখা দিয়েছে। তা অপপ্রচারের কারণে এসেছে। এই অপপ্রচার কোন শত্রুরা করছে, সেটা বিচার করতে হবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভারতের। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ভারত সরকারের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার প্রথমেই কথা হয়ে গিয়েছে।' সম্প্রতি আবার উত্তরপূর্ব ভারতের সঙ্গে উন্মুক্ত অর্থনীতির কথা বলেছিলেন ইউনুস। এদিকে এই সবের মাঝে আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই সময় মোদী-ইউনুস মুখোমুখি বৈঠকে বসবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।